সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

তেলচোর, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামীদের সাথে সখ্যতার অভিযোগ ওসি তদন্ত হাফিজুর রহমান মানিকের বিরুদ্ধে

Print Friendly, PDF & Email

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোরাইতেলের ব্যবসায়ী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামীদের সাথে সখ্যতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সহযোগীতা কামনা করেছে ভুক্তভোগীরা।

এলাকাবাসীরা জানায়, সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত ওসি হাফিজুর রহমান মানিক এলাকার চিহিৃত মাদক ও চোরাইতেল ব্যবসায়ীদের ও সন্ত্রাসী, চাঁদাবাজদের সেল্টার দিয়ে প্রতিমাসে তাদের কাছ থেকে প্রায় বিশ লাখ টাকা চাঁদা আদায় করে থাকেন।

এলাকার নিরীহ ব্যবসায়ীদের টার্গেট করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। সম্প্রতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা থানায় যোগদান করার পর হাফিজুর রহমান ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠছেন।

কদমতলী এলাকার বাসিন্দা সবুজ মিয়া জানান, তদন্ত ওসি হাফিজুর রহমান এলাকার ভুমিদস্যু, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের সাথে সুসম্পর্ক রয়েছে। তাদের সাথে আতাত করে নিরীহ লোকের জমি দখল, এলাকায় আধিপত্য বিস্তারের সহযোগীতা করে তিনি বিভিন্নভাবে মাশোয়ারা নিয়ে থাকেন।

বার্মাষ্ট্যান্ড এলাকার বাসিন্দা আতশ আলী জানান, রাতের আধারে এলাকার চিহিৃত তেলচোরদের নিয়ে হাফিজুর রহমান গোপন মিটিং করে থাকেন। তাদের সাথে সখ্যতা তৈরী করে প্রতিমাসে দুটি তেলের ডিপোর ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে কমপক্ষে দশ লাখ টাকা হাতিয়ে নেন।

পাঠানটুলী এলাকার বাসিন্দা হাজেরা আক্তার জানান, বর্তমান ওসি থানায় যোগদান করার পর থেকে তার বন্ধু পরিচয় দিয়ে তদন্ত ওসি পুরো এলাকা দাপিয়ে বেড়াচেছন। বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন। আমরা পুলিশের ভয়ে মুখ খুলতে সাহস পাই না। এ বিষয়ে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, আমি কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে কোন সুবিধা নেইনি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত ওসির বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Related posts

মেলার নামে সেচ্ছাসেবকলীগ নেতার মাদক ও জুয়ার আসর চলে রাতভর

Bablu Hasan

এখনও পিজিসিবির এমডি বঙ্গবন্ধু প্রকৌশল সমিতির সভাপতি প্রতিমন্ত্রী বিপুর আশীর্বাদে পরীক্ষায় দ্বিতীয় হয়েও এমডি নিযুক্ত হন গাউছ মহিউদ্দিন

Bablu Hasan

পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত: পরিকল্পনা উপদেষ্টা

Bablu Hasan