বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ।

Print Friendly, PDF & Email

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ।

ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মামলার আসামী হয়ে জেল হাজতে বাংলাদেশ প্রেস ক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা’র সভাপতি ও গণকষ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আরিফ।

গত রোববার (৫ জানুয়ারি) উপজেলার বাবুরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ভুরুঙ্গামারী থানা পুলিশ। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ অভিযান শেষে মাদক কারবারি হাফিজুর ও তার স্ত্রীকে আটক করে পুলিশ ভ্যানে তুললে, এলাকাবাসী বাধা দিয়ে তাদের ছিনিয়ে নেয়।
এমন সময় পুলিশ ও জনগনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল মেম্বার মুঠো ফোন যুগে আনোয়ার সাংবাদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ডাকে,সাংবাদিক আনোয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তারপর জানতে পারে হ্যান্ডকাফ হাতে আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায়। কর্তব্যরত এসআই সাংবাদিক আনোয়ার কে থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিতে অনুরোধ করেন অনুরোধের একপর্যায়ে। সাংবাদিক আনোয়ার ভারুঙ্গামারী থানা পুলিশের সঙ্গে থানায় আসে। উক্ত থানার ওসি সাহেব সাংবাদিক আনোয়ারের নামে একটি মিথ্যা রাজনৈতিক মামলায় জেল হাজতে পাঠানোর ঘটনায় ধারাবাহিক নিউজ চলমান ছিল। এরিপ্রেক্ষিতে পূর্ব শত্রুতামূলে, ওসি মনিরুল ইসলাম সাংবাদিক আনোয়ারকে, আবারো একটি মিথ্যা ভিত্তিহীন মাদক মামলায় আসামি করে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। যাহা এজাহারে উল্লেখিত সময়ে সাংবাদিক আনোয়ার হোসেন সোনা হাট কলেজ মোড়ে একটি স্যান্ডেলের দোকানে বসা ছিল সিসিটিভি ফুটেছে তাহা প্রমাণিত হয়েছে। এমনকি আরো প্রমাণিত হয় যে ঘটনার তারিখ ৫ জানুয়ারি ২০২৫ ইং এর স্থলে। ৫ ডিসেম্বর ২০২৪ সাল লেখায় আবারো প্রমাণিত হয় যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। উপরোক্ত ঘটনার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব ভাঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে সকল সাংবাদিকগণ এবং বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় ও কেন্দ্রীয় সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Related posts

অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যাবে, আশা বিএনপির

Bablu Hasan

ডেমরায় জোরপূর্বক দখলে থাকা বসতি জমি ফিরে পেতে চায় ব্যবসায়ীর পরিবার ।

CNB Sub-Editor

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা সারুলিয়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থসহ কোটি টাকার মালামাল লুট, আহত ১০

cnb editor