বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

আন্ত:জিলার অর্থ আত্মসাতের অভিযোগ সিরাজের বিরুদ্ধে

Print Friendly, PDF & Email

আন্ত:জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সাবেক আহবায়ক সিরাজুল ইসলামের বিরুদ্ধে সংগঠনের ১২ লক্ষধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান আহবায়ক মোসলেহ উদ্দিন সেলিম। এছাড়াও বিদেশ পাঠানোর কথা বলে প্রতারক সিরাজুল ইসলাম বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ জানান একাধিক ভুক্তভোগী।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মৃত হাজী মফিজের ছেলে সিরাজুল ইসলাম। তিনি গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত আন্ত:জিলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের আহবায়ক ছিলেন। টানা ১১ মাস দায়িত্ব পালনকালে তিনি আয় ব্যয়ের কোন হিসেব দেননি। ফলে কেন্দ্রীয় কমিটি তাকে বাদ দিয়ে ১৮ জুলাই মোসলেহ উদ্দিন সেলিমকে আহবায়ক করে ৭ সদস্যের কটিটি অনুমোদন দেন।

মোসলেহ উদ্দিন সেলিম বলেন, আমি দয়িত্ব বুঝে নেওয়ার পর কেন্দ্রেীয় কমিটির নির্দেশে মৌখিক ও লিখিতভাবে আয় ব্যয়ের হিসেব চাইলেও সিরাজুল ইসলাম পাত্তা নিচ্ছেন না। আয় ব্যয়ের হিসেব পর্যালোচনা করে দেখি অন্তত ১২ লক্ষাধিক টাকার কোন হদিস নেই। সংগঠনের টাকার হিসেব চাওয়ায় গত ২৭ ডিসেম্বর দুপুরে সিরাজুল ইসলাম ও তার সহযোগী খোরশেদ, নূর হোসেন আমার উপর হামলা চালায়। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে ২৯ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

স্থানীয়রা জানায়, অন্যের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিরাজুল ইসলামের বিরুদ্ধে নতুন নয়। আগেও চাকরির জন্য মালয়েশিয়া পাঠানোর কথা বলে এলাকার ২০-২২ জন লোকের কাছ থেকে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের মধ্যে জাফর ১ লাখ ৬৫ হাজার টাকা, সোহেল ১ লাখ ১০ হাজার টাকা, আলমগীর ৫৫ হাজার টাকা, ইকবাল ৭০ হাজার ও জাহাঙ্গীর আলম রিপন ৪০ হাজার টাকা। তিনি এসব লোকজনের সঙ্গে করেছেন প্রতারণা। চাপে পরে কাউকে দিয়েছেন ভুয়া ভিসা। ফলে তারা বিমান বন্দরে গিয়ে ফিরে আসতে হয়েছে।

ভুক্তিভোগী জাফর বলেন, সংসারের সুখের আশায় বহু স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য সিরাজুল ইসলামকে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু বিদেশ যাওয়া হলনা, টাকাও ফেরত পাচ্ছিনা। টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশসহ বিভিন্ন হুমদি ধামকি দিচ্ছেন। তিনি প্রভাবশালী লোক হওয়ায় মামলা করার সাহস পাচ্ছিনা।

ভুক্তভোগী সোহেল বলেন, বিদেশ যাওয়ার জন্য সিরাজুল ইসলামে আমি দিয়েছিলাম ১ লাখ ১০ হাজার টাকা। বহু টালবাহার পর ৫৫ হাজার টাকা করে ডাচ বাংলা ব্যাংকের দুটি চেক দিয়েছেন। তবে দুটি চেকই ভুয়া।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম রিপন বলেন, গাড়ির যন্ত্রাংশ এনে দেওয়ার জন্য আমি সিরাজুল ইসলামকে ৪০ টাকা দিয়ে প্রতারিত হয়েছি। যান্ত্রাংশ ও টাকা কোনটাই পাইনি।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, আমি প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্ত:জিলা সাইলো শাখার সদস্য। মোসলেহ উদ্দিন উড়ে এসে জুড়ে বসেছে। আমার কাছে হিসেব চাওয়ার সে কে। নির্বাচিত কমিটি হলে তাদের কাছে হিসেব দেব। বিদেশ পাঠানোর কথা বলে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছি, তাদের সবার টাকা ফেরত দিয়েছি। আমার কাছে আর কেউ টাকা পাবে না।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন,মোসলে উদ্দিন সেলিম নামে একজন শ্রমিক নেতা সিরাজুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা মারধরের একটি অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

সমস্ত রাষ্ট্রীয়, প্রশাসনিক অর্থ সম্পদ তারা লুট করে নিয়েছেঃ সাবেক এমপি গিয়াস উদ্দিন

Bablu Hasan

আড়াইহাজার সুন্দর আলী ও গোপালদিতে নৌকার মাঝি হালিম সিকদার

Bablu Hasan

ইপিজেডের বাইরে মালামাল লুটের অভিযোগ

Bablu Hasan