বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

‘মবে’ জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Print Friendly, PDF & Email

মবের (দলবদ্ধ হানাহানি) ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে এমন অনেক ঘটনা (মব) ঘটলেও খবর পেতাম না। এখন সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে বিস্তৃত পরিসরে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগের চেয়ে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।

তিনি জানান, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। পাঁচ থেকে ছয় মাস সময় হাতে আছে। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি।

যারা নির্বাচনে অংশ নেবে, তাদের প্রস্তুতি নেওয়া উচিত জানিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন, অভিযোগের রাজনীতি না করে মাঠে থাকা উচিত। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।

Related posts

এনআইডি কার্ডের তথ্য চুরি করে ব্যাংক কর্মকর্তার ঋণ-জালিয়াতি

Bablu Hasan

ষড়যন্ত্রমূলক হত্যা মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি

Bablu Hasan

নূরী হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

Bablu Hasan