বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শহিদুল-সম্পাদক আনারুল সাংগঠনিক আব্দুর রহমান ও মিজানুর

Print Friendly, PDF & Email

ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শহিদুল-সম্পাদক আনারুল সাংগঠনিক আব্দুর রহমান ও মিজানুর

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ধামইরহাট পৌর বিএনপির দলীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে মো.শহিদুর রহমান সরকার ছাতা মার্কা ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী চেয়ার মার্কা মো.নুরল ইসলাম পেয়েছেন ২০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো.আনোয়ারুল ইসলাম মোরগ প্রতিকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীকে রেজুয়ান হোসেন রঞ্জু পেয়েছেন ১৯২ ভোট। এছাড়া দুটি সাংগঠনিক পদে বাই সাইকেল প্রতীকে মো.আব্দুর রহমান ২৪৪ ভোট এবং হাতি প্রতীকে ২০৪ ভোট পেয়ে মো.মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টাকা ভোটগ্রহণ চলে, সুষ্ঠু পরিবেশে ভোটারটা তাদের নিজ নিজ নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস কে এম ইকবাল রাব্বি ও তাঁর সঙ্গীয় সদস্যগণ ভোট গ্রহণ করেন। সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুইদিন পূর্বে সভাপতি পদে আজমল হোসেন শাহান চৌধুরী নিজেকে প্রত্যাহার করে নেন।
দলীয় নেতৃত্ব নির্বাচনে ৪টি পদের বিপরীতে সাবেক এমপি সামসুজ্জোহা প্যানেলে সভাপতি, সম্পাদক ও ১টি সাংগঠনিক সম্পাদকসহ ৩টিতে জয় পান এবং একই দলের অন্য প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান জয় পান।

Related posts

সৌদিতে ৩ মাসের নির্যাতন শেষে বাংলাদেশে ফিরল নারায়ণগঞ্জের তানজিলা

Bablu Hasan

বারদী নেছারিয়া ইসলামিয়া সিনিয়ার আলীম মাদ্রাসায় নিয়োগ পরিক্ষা সম্পন্ন

Bablu Hasan

সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারের উৎখাত না করে ঘরে ফিরবো নাঃ পারভীন আক্তার

Bablu Hasan