বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ইন্ডিয়ার বিমানে ঢাকা ছাড়লেন ২০৫ ভারতীয়

Print Friendly, PDF & Email

ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শিশুসহ ২০৫ ভারতীয় নাগরিককে নয়াদিল্লিতে ফিরিয়ে নেয়া হয়েছে। বুধবার সকালে ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে এয়ার ইন্ডিয়ার এ-৩২১ বিমানটি ঢাকার বিমানবন্দরে পৌঁছায়। বিশেষ ওই ফ্লাইটটি ১৯৯ জন প্রাপ্ত বয়স্ক এবং ছয় শিশুকে নিয়ে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ওই ফ্লাইট ঢাকায় অবতরণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় নাগরিকদের নিয়ে দিল্লিতে ফিরে যায়। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

 এতে বলা হয়, এয়ার ইন্ডিয়া বুধবার থেকে তার নির্ধারিত কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার বিমান পরিচালিত হয়। মঙ্গলবার প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের ফ্লাইট স্থগিত করেছিল। পরে মঙ্গলবার সন্ধ্যার পর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তাদের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। ভিস্তারা এবং ইন্ডিগো সময়সূচি অনুযায়ী বাংলাদেশের রাজধানীতে তাদের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত জানিয়েছে।সাধারণত ইন্ডিগো কোলকাতা থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং ঢাকায় প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করে।

তবে তারা মঙ্গলবার ঢাকার যাত্রা বাতিল করে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে যে পরিস্থিতি চলছে এ বিষয়টিকে কেন্দ্র করেই ভারতের এয়ার কোম্পানিগুলো তাদের বিমান ঢাকায় অবতরণ না করার সিদ্ধান্ত নেয়।

Related posts

১ সেপ্টেম্বর থেকে গুয়াংজু ও ব্যাংকক রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি

Jubayer Islam

ওয়াগনার সেনাদের ধন্যবাদ জানিয়ে যা বললেন পুতিন

CNB Sub-Editor

ভারতে প্রবল বৃষ্টিতে ২২ মৃত্যু

CNB Sub-Editor