বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

কালিয়াকৈরে দোকানে হামলা করে নগদ টাকা লুটের অভিযোগ

Print Friendly, PDF & Email

কালিয়াকৈরে দোকানে হামলা করে নগদ টাকা লুটের অভিযোগ

মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী সততার সহিত মেসার্স হাসান বোরিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি দোকান ব্যবসা করে আসছিল।
ভুক্তভোগী ব্যবসায়ী উপজেলার নয়ানগর এলাকার মৃত মিছিল উদ্দিন মন্ডল এর ছেলে মো: মোকদম আলী(৫০)
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দোকানে না থাকার সুযোগে একই উপজেলার নয়ানগর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মো: আলাল মিয়া(৪০) কৌশলে কর্মচারী মো: ফারুক আহমেদ(৭০) কে একা পেয়ে কাঠের আঠন দিয়ে মারধর করিয়া ক্যাশ বাক্সে থাকা মালামাল বিক্রির ১ লক্ষ ৪০ হাজার টাকা জোর জবরদস্তি নিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় আলাল মিয়া কাঠের আঠন হাতে হাসান বোরিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিতরে কর্মচারী ফারুক আহমেদ কে মারধর করে বের হয়ে পালিয়ে যায়।
পর্যায়ে কর্মচারীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আলাল মিয়া প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান বলে জানান।
এ ঘটনায় আলাল মিয়া কে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জাফর আলী খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

ছয় মাসেই বুঝা গেছে দৌড় কতটুকু: মুহাম্মদ গিয়াস উদ্দিন

Bablu Hasan

ক্রীড়াঙ্গনে সাবিনাদের পূর্ণতার বছর

Bablu Hasan

আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনে ওঝা: মামুনুল

Bablu Hasan