বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

লক্ষ্মীপুরে জমি দখল করে গাছ কেটে নিয়ে যায় অভিযোগ ইসমাইলের বিরুদ্ধে

Print Friendly, PDF & Email

লক্ষ্মীপুরে জমি দখল করে গাছ কেটে নিয়ে যায় অভিযোগ ইসমাইলের বিরুদ্ধে

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুরে শাহা আলম ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাতের অন্ধকারে দা, চেনী নিয়ে জমির দখল করে
গাছ কেটে নিয়ে যায় অভিযোগ ওঠেছে
ইসমাইলের বিরুদ্ধে। এর আগে ২০২২ইং সালে
শাহা আলম কে মারধোর করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন অভিযুক্ত ইসমেলেরা।

শাহা আলম স্ত্রী খোদেজা বেগম জানিয়েছেন, বল খেলা কে কেন্দ্র করে ইসমাইলের ছেলেরা ইয়াসিন হাসান এর উপরে হামলা চালায়

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ জানুয়ারি আব্দুল খালেক নেতৃত্ব ১০-১৫ জনের একটি দল মিলে ৩৯০ দাগে জোর পূর্বক সোয়া দুই শতাংশ জমিতে গাছ কেটে নিয়ে যায় ইসমাইল গংরা।

এঘটনা ঘটে শাহাব উদ্দিন হাজী বাড়ী শিবপুর
৮নং ওয়ার্ডের ১১নং হাজির পাড়া ইউনিয়ন
৩৯০ দাগের সোয়া দুই শতাংশ জমিন দখল করে আব্দুল খালেকেরা

জমির মালিক শাহা আলম পরিবার ইসমাইলের বাহিনীর ভয়ে আতঙ্ক বিরাজ করছেন তারা চরম নিরাপত্তাহীনতা ভুগতেছেন যে কোন মুহূর্তে রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটনা করতে পারে এমন দাবি এ বাড়ির বসতে জমি নিয়ে দুই পক্ষ আদালতে মামলা চলমান রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার (ওসি) কায়সার হামেদ চৌধুরী বলেন, ছোট শিশু বল খেলা কে কেন্দ্র করে ও
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে।ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Related posts

কালিয়াকৈরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

cnb editor

সালমান এফ রহমান ও আনিসুল হক ফের রিমান্ডে

Bablu Hasan

বাংলাদেশকে পরিবার মনে করি: ভারতের প্রতিমন্ত্রী

CNB Sub-Editor