শুক্রবার ,   ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ,   ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ,  ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
Cnbnews

কৃষি প্রণোদনা পেলেন ৪০০ কৃষক

Print Friendly, PDF & Email

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে স্থানীয় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে উপজেলার ৪০০ কৃষকের প্রতি জনকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ  অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related posts

স্বাধীনতা দিবস উপলক্ষে ডেমরায় আলোচনা সভা ও তবারক বিতরন

admin

বিএনপি জামায়াতের ধ্বংসাত্নাক তাণ্ডবের প্রতিবাদে ঢাকা দক্ষিন যুবলীগের বিক্ষোভ মিছিল।

admin

ঐতিহ্যবাহী মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী র উদ্যোগ

admin