বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ধর্ষণকারীদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে: মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার

Print Friendly, PDF & Email

সিএনবিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, ধর্ষণকারীদের প্রকাশ্যে গুলি করে মারতে হবে। এ আইন পাশ হলে ধর্ষণকারীরা আর কোন মেয়েকে ধর্ষণ করতে সাহস পাবে না। ধর্ষণকারীদের শনাক্ত করে প্রকাশ্য দিবালোকে বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জোড় দাবি জানান তিনি।

দেশের আইনশৃংখলাবাহিনীর চরম অবনতি, অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণতন্ত্র পড়েছে হুমকির মুখে। ফ্যাসিষ্ট সরকারের প্রধান খুনি শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টি করতে দেশীয় ও বিদেশী চক্রান্তের ঝাল বুনছেন। তার এই চক্রান্ত কোনভাবেই বাস্তবায়ন করতে দিবে না এ দেশের মানুষ।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। কতিপয় বিএনপির নামধারী নেতা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকায় বিএনপির সুনাম ক্ষুন্ন করছে। এসকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বুধবার বিকেলে আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নরপশু ধর্ষণকারীদের জেলখানায় না নিয়ে, ফাঁসি না দিয়ে প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুড়ে হত্যা করে ন্যায়বিচার নিশ্চত করা দরকার। যাতে এ ধরনের কর্মকা- করার কেউ সাহস না পায়। বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকা-ে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময়ে হয়েছে। বেশ কিছু দিন ধরে চকোলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লায় একজন মারাও গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ধর্ষণ ঘটনার বিচার না হওয়ায় এর বিস্তার ঘটেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

Related posts

সিইসিকে ক্ষমা করবে না ইসলামী আন্দোলন

CNB Sub-Editor

রূপগঞ্জে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে ছিঁচকে চোর থেকে কোটিপতি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাজু প্রধান !!!

Bablu Hasan

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ আবদুল অদুদ

Bablu Hasan