বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

কুমিল্লায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন

Print Friendly, PDF & Email

সিএনবিঃ  কুমিল্লা বিভাগে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মজিবুর রহমান কুমিল্লা বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার শহীদ পরিবারের মাঝে এই সামগ্রী তুলে দেন।

এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডাঃ মুজিবুর রহমান বলেন,

ছাত্র-জনতার আন্দোলনে পরিবারের একমাত্র উপার্জনাক্ষম সদস্যকে হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব। এ বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এসব শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী আমরা  বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌছে দিচ্ছি। আমরাও জুলাই-আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়ে দেশকে দ্বিতীয়বারের মত স্বাধীনতা এনে দিয়েছেন তাদের পরিবারের হাতে সামান্য ঈদ উপহার পৌঁছে দিতে পেরে আমরা যেজেকে গর্ভবোধ করছি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কুমিল্লা বিভাগীয় কমিটির আহবায়ক প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী বলেন, ডাঃ মজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এ বিভাগে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলের যাত্রাপথের অবর্ননীয় কষ্ট হাসিমুখে মেনে তিনি নিজ হাতে শহীদদের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন। দুর্দিনে শহীদ পরিবারের পাশে থাকার জন্য ডাঃ মজিবুর রহমানের অঙ্গীকার কুমিল্লাবাসীকে উদ্বেলিত করেছে।

Related posts

খুলনায় তক্ষকসহ গ্রেপ্তার ৪

Bablu Hasan

পুলিশের বিরুদ্ধে বুকে লাথি দিয়ে হত্যার অভিযোগ 

Bablu Hasan

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

Bablu Hasan