নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে গত বছরের ১ জুন রাতে নারয়নগঞ্জ শহরের কলেজ রোড এলাকা ৫-৬ জন ব্যক্তি অপহরন করে পটুয়াখালী নিয়ে যায়। সোমবার (২ জুন ) পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট এলাকায় গাড়ির ভিতর থেকে হাত-পা বাধা তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশ অপহরনকারীদের কয়েকজনকে আটক করে আদালতে প্রেরন করে।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আসামীরা জামিনে বের হয়। জামিনে বেড়িয়ে অপহরনের মুলহোতা আল আমিন ওরফে জিতুর পরামর্শে জামিনপ্রাপ্ত আসামীরা নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ জানুয়ারী ফতুল্লা থানায় সাধারন ডায়েরী নং-৯৭১ করেন।
নিচে মো: সোহাগের সাধারন ডায়েরীর কপিটি হুবুহু তুলে ধরা হলো
বিষয় : সাধারণ ডােয়রী করার আবেদন প্রঙ্গগে।
জনাব,
আম নিম্ন স্বাক্ষরকারী মোঃ সোহাগ (৪১),ি পতা: আুব্দুস সালাম, মাতা : রাহীমা বেগম, জাতীয় পরিচয় পত্র নং : ৭৭৮৮৫৪১৯৭২ ঠিকানা (স্থায়ী) -৬/২, গ্রাম
-আমলাপাড়া , থানা -নারায়ণগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ ও ঠিকানা (বর্তমান)-, গ্রাম-জামতলা, ইউনিয়ন/ওয়ার্ড-এনায়েতনগর, থানা-ফতুল্লা জেলা-
নারায়নগঞ্জ , মোবাইল নং -০১৬০৮৯২৫২৫১।
থানায় হািজর হইয়া বিবাদী ১। আল আমিন ওরফে জিতু (৩০),পিতা-আব্দুররব শেখ, মাতা-উম্মে হানি ওরফে ময়না, সাং-পশ্চিম সৈয়দপুর, থানা ও
জেলা-নারায়ণগঞ্জ ২। মোঃ সািকব হোসেন (২৪),পিতা-দুলাল হোসেন, মাতা শিউলী বেগম, সাং-১২০, নলুয়া রোড, শীতলক্ষা ম খন্ড , থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ , এ/পি সাং-আলামিন নগর, মুসলিম মোল্লার বাড়ীর ভাড়ািটয়া, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ , অন্যান্য উৎস হতে প্রাপ্ত সাং-জগতপুরা নিলল বাজার, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল, ৩। মোঃ কবির হালদার (৪০),পিতা সিরাজ হালদার, মাতা-রীনা বেগম, সাং-(জালিয়ার চর, ইউনিয়ন- জালিয়ার চর), থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, এ/পি সাং-জালতলা, ধোপাপট্টি, (সিলেট্টার বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতল্লুা, জেলা-নারায়ণগঞ্জ , ৪। মোঃ ছাহাদ (২৩),ি পতা-মোঃ আবু সাইদ, সাং-সৈয়দপুর, কড়ইতলা, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ , ৫। ইমরান হোসেন মোহন (৩১),পিতা-মৃত ইউনুস মিয়া, মাতা- মোছাঃ বিলকিস বেগম, সাং-রাজমেহার উত্তর পাড়া, ভাগনবাড়ী, ওয়ার্ড নং-০৪, ইউনিয়ন-রাজমেহার), থানা-দেবীদ্বার, জেলা-কুিমল্লা, এ/পি সাং-সাইলো গেইট, আবুল বাশার এর বাড়ীর ভাড়ািটয়া, থানা সিদ্ধিরগঞ্জ , জেলা-নারায়ণগঞ্জ দেরবিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন
করিতেছ যে, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত -০১/০৬/২০২৫ ইং তারিখে উল্লেখিত বিবাদীরা আমাকে সরকারী তোলারাম কলেজ এর সামনে হইতে অপহরন করিয়া পটুয়াখালী পায়রা বন্দর এলাকায় নিয়া যায়। পরবর্তীতে আমার স্ত্রী মোসাঃ তানিয়া আহাম্মেদ বাদী হইয়া ফতল্লুা থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যাহার মামলা নং-১২(০৬)২৫, ধারা-৩৬৪/৩৪ দঃি বঃ। পরবর্তীতে ফতল্লুা থানা পুুিলশ উক্ত মামলায় ২ হইতে ৫নং আসামীদরকে গ্রেফতার করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত সকল আসামীগনকে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার জবানবন্দিতে ১নংবিবাদী আমাকে অপহরন করার সকল পরিকল্পনা করিয়াছে মর্মে আদালতে স্বীকারোক্তি প্রদান করে। উক্ত ১নংবিবাদী এই সংবাদ পাইয়া আমাকে বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তিদের মোবাইল নাম্বার ব্যবহার করিয়া আমাকে ও আমার স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া বলে যে, আমার স্ত্রী যদি বিবাদীদর বিরুদ্ধে দায়েরকৃত মামলা উঠাইয়া না নেয় তাহা হইলে আমাদেরকে যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিবে। ইতোমধ্যে ২ হইেত ৫নং বিবাদীগণ বিজ্ঞ আদালত হইতে জামিনে আসিয়া ১নং বিবাদীর ইন্দনে ও প্ররোচনায় আমাদেরকে মামলা উঠাইয়া নেওয়ার জন্য ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়া আসিতেছে। বেশ কিছুিদন যাবৎি বিভিন্ন তািরখ ও সমেয় ১নং বিবাদী আল আমিন ওরফে জিতু এর শলাপরামশক্রমে রােশদুল হক সাজু (৪৫), পিতা-মোঃ রিয়াজুল হক চৌধুরী, মাতা-নািছমা আক্তার, সাং-বি বি রোড, বাসা/হোলডিং নং- ৬৩/১, থানা ও জেলা-নারায়ণগঞ্জ তাহার ববহৃত মোবাইল নং-০১৭১৫-২২০০৮০ এবং মিজানুর রহমান (৪১),পিতা-আলী আহাম্মেদ, মাতা-জাহানারা বেগম, সাং-দক্ষিন সাকুিচয়া, থানা-মনপুড়া, জেলা-ভোলা তাহার ববহৃত মোবাইল নং- ০১৭১১-২২৪১০৩ হইতে আমার ব্যক্তিগত মোবাইল নং-০১৬০৮-৯২৫২৫১ তে বিভিন্ন ভয়েস মেসেস ও আমার বিভিন্ন ব্যবসায়ীকছবি এডিট করিয়া বিভিন্ন মিথ্যা বানোয়াট, তঞ্চ কতা মূলক কথাবার্তা লিখিয়া পাঠাইয়া আসিতেছে এবং আমাকে প্রতিনিয়ত ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করা সহ আমাকে বলে যে, আমরা যদি বিবাদীদের বিরুদ্ধে আমােদর দায়েরকৃত মামলা প্রত্যাহার করিয়া না নেই তাহা হইলে উক্ত ছবি সামািজক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করিয়া আমার এলাকায় ও ব্যবসায়ীক মহলে মান-সম্মান ক্ষুন্ন করিয়া আমাকে ব্যবসায়ীক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করিবে। বিবাদীদের এহেন হুমকিতে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগেতিছি বিধায় বিষয়িট ভবিষ্যেতর জন্য সাধারণ ডায়েরী ভূক্ত করার
আবেদন করিলাম। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়িট ভবিষ্যেতর জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ বলেন, আমি ও আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। এ রকম অবস্থা চলতে থাকলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি ঢাকা রেন্জের ডিইজি, নারায়নগঞ্জের পুলিশ সুপার ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করছি।


