শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড গঠিত

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ শিক্ষার্থীদেরকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি ধর্ম, নৈতিকতা ও আধ্যত্মিকতার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবার মহান লক্ষ্য নিয়ে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের সুপরিচিত হিডস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন ড. হারুন উর রশীদ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী ও ব্যবসায়ী নেতা শিহাব রিফাত আলম।ট্রেজারার নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও ২০১৮ সালে কোটা সংস্কার রিট পিটিশনার মোহাম্মদ আবদুল অদুদ।

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নেন্স এর চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী’র সভাপতিত্বে আজ ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার দুপুরে গুলশানে অবস্থিত ট্রাস্টি বোর্ড অফিসে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ড. মো. হারুন উর রশিদকে চেয়ারম্যান করে সর্বসম্মতিক্রমে বোর্ড অব ট্রাস্টিজ গঠন করা হয়। ট্রাস্টের অন্যান্য সদস্যগণ হলেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, অধ্যাপক ড. সরদার মজিবুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মাসউদুর রহমান তালুকদার, কবি জামসেদ ওয়াজেদ, হাসান শিমুন ফারুক রবিন, লায়ন নাজনীন সুলতানা লুনা ও ফাঈমা আহমেদ চৌধুরী প্রমুখ।

এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মনোনীত হন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, বিচারপতি আলী আসগর খান, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল জলিল চৌধুরী, প্রিন্সিপাল ওমর ফারুক প্রমুখ। এসময় বোর্ড অব গভর্নেন্স এর মধ্য থেকে উপস্থিত ছিলেন কবি অশোক ধর, লায়ন জিএম ইমাম হোসেন ইমন, নাজনীন আক্তার বিউটি, মাঈনউদ্দীন, সাদিয়া তাসলিম, কবি মফিজ উদ্দিন , ফরিদ মিয়া প্রমুখ।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. হারুন উর রশিদ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, স্বল্পব্যয়ী বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আজীবন কাজ করবো। দ্রুত শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান ও স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার লক্ষ্যে নবনির্বাচিত বোর্ড কাজ করতে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা আমাদের সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি ক্যাম্পাসে আধ্যাত্মিকতা চর্চাসহ একটি সাংস্কৃতিক বিপ্লব আনতে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভা শেষে নির্বাচিত চেয়ারম্যান লায়ন ড. হারুন উর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও বোর্ড অব গভর্নেন্সের সদস্যবৃন্দ।

Related posts

মোটা অংকে রফাদফা

Bablu Hasan

এমন একটা সমাজ করতে চাই যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে নাঃ শামীম ওসমান

Bablu Hasan

বিএনপি জামায়াতের ধ্বংসাত্নাক তাণ্ডবের প্রতিবাদে ঢাকা দক্ষিন যুবলীগের বিক্ষোভ মিছিল।

admin