শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে ২৫ সাংবাদিক আসামি

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি করে মো. ফজলু হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ সাংবাদিকসহ ১৬৫ জনের নামে মামলা হয়েছে। ভাসানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে বিজয় মিছিলে গুলি চালালে নিহত হন ৩১ বছর বয়সী ফজলু।

বুধবার (১১ সেপ্টেম্বর) নিহতের বড় ভাই মো. সবুজ ঢাকার ভাষানটেক থানায় এ মামলা করেন। ভাষানটেক থানার ওসি ফয়সাল আহমেদ মামলার তথ্য নিশ্চিত করেন।

মামলার এজহারে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের দিন ভাষানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি চালানো হলে ফজলু নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ফজলুকে ঘটনাস্থলের পাশে মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

মামলায় সাংবাদিকদের মধ্যে রয়েছেন- নঈম নিজাম, মনজুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক, মনজুরুল বারী নয়ন, সোহেল হায়দার চৌধুরী, কুদ্দুস আফ্রাদ, অরুন কুমার দে, জিহাদুর রহমান জিহাদ, আব্দুল মজিদ, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ, হায়দার আলী, আলমগীর হোসেন, মাইনুল আলম, জায়েদুল আহসান পিন্টু, কবির আহমেদ খান, নুরুল ইসলাম হাসিব, শাহনাজ শারমিন।

আসামিদের মধ্যে আরও আছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মোহাম্মদ আলী আরাফাত, জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, মাইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকারকসহ আরও অনেকে।

Related posts

ঘোড়া প্রতীক পেলেন সাংবাদিক টুনু তালুকদার

Bablu Hasan

রসূলবাগের নব্যত্রাস রিয়াজ চাঁদা না পেয়ে সাজু ডেভেলপারসের সাইনবোর্ড ভাংচুর

Bablu Hasan

আওয়ামীলীগ কার্য্যালয়ে হামলা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুরের ঘটনায় ছাত্রদল নেতা শহিদুল গ্রেফতার

Bablu Hasan