সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

প্রধানমন্ত্রীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ

Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ। দুপুরে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের কার্য্যালয় থেকে সংগঠনটির সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগে সহ-সভাপতি ইলিয়াছ মোল্লাসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তবে কেউই সফল হতে পারেনি। যে বা যারা প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দিয়েছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Related posts

মেলার নামে সেচ্ছাসেবকলীগ নেতার মাদক ও জুয়ার আসর চলে রাতভর

Bablu Hasan

নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেফতার

Jubayer Islam

৩২ পুলিশ সুপার ও ১৩ অতিরিক্ত ডিআইজি বদলি

Bablu Hasan