শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ইপিজেডের বাইরে মালামাল লুটের অভিযোগ

Print Friendly, PDF & Email

সিএনবি  নিউজঃ নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াক্ররণ এলাকা (ইপিজেড) থেকে ট্রাক সহ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুই অক্টোবর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।

দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, সরকারী নিয়ম মেনে আদমজীর উর্মি গার্মেন্টের সঙ্গে ব্যবসায়ীক চুক্তি রয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ১৪টি ট্রাকে ওয়েস্টেট ও গার্বেজ মালামাল বের হয়। বাইরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার হলেও ৯০ বস্তা এখনো উদ্ধার হয়নি। একটি মহল আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার পায়তারা করছে। বিষয়টির জন্য তারা পুলিশের শরনাপন্ন হয়েছেন।

ভুক্তভোগী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা জানান, সরকারি নিয়মকানুন বিধি মোতাবেক মেনে আদমজী ইপিজেটে উর্মি গার্মেন্টস এর মালিক পক্ষে সাথে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু কতিপয় অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের মালামাল (ওয়েষ্টেজ) লুট করে নিয়ে যায়। পরবর্তীতে ঝালকুড়ি এলাকা থেকে কিছু মালামাল উদ্ধা করতে সক্ষম হলেও দশ বস্তা মালামাল এখনও পর্যন্ত কোন সন্ধান পায়নি। এতে আমি আর্থিকভাবে ক্ষমিগ্রস্থ হয়েছি। ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহিৃত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বাদি হয়ে মালামার লুটের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনার সাথে জড়িতদের চিহৃত করে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

Related posts

রূপগঞ্জে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে ছিঁচকে চোর থেকে কোটিপতি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাজু প্রধান !!!

Bablu Hasan

আড়াইহাজারের মাফিয়া নজরুল ইসলাম বাবু

Bablu Hasan

‘বিদেশি শক্তি সরকার পরিবর্তন করতে পারবে না’

Bablu Hasan