গত ২৬ শে এপ্রিল (বুধবার) একটি অনলাইন নিউজ পোর্টালে “ডেমরার আমুলিয়া এলাকায় আতঙ্কের নাম কিশোর গ্যাং”শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ডেমরার আমুলিয়ার টু পয়েন্ট টেইর্লাস এন্ড ফেব্রিক্স এর পরিচালক নওশের আলী সাদ।
লিখিত প্রতিবাদে তিনি বলেছেন,আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ প্রসঙ্গে তিনি বলেন,আমি কোনো ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত নই এবং আমার নামে থানায় কোনো কোনো মামলা বা অভিযোগ নেই।প্রকৃত ঘটনা হচ্ছে, আমি কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্য চাকু নিয়ে আম কাটার প্রস্তুতি নেওয়ার সময় জমির দালাল চক্র যাদের সাথে আমার পূর্বে মনোমালিন্য ছিল তারা আমার ছবি তুলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার নামে কিশোর গ্যাং বানিয়ে নিউজ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট।
এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তাছাড়া আমার সুনাম ক্ষুন্ন করতে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত।সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ভাবে নিউজ করার কারনে আমি ও আমার পরিবার সামাজিক ভাবে হেয় প্রতি প্রতিপন্ন ও অসম্মানিত হয়েছি।
আমি এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্যে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক মহলকে বিনীত ভাবে অনুরুধ জানাচ্ছি। অনুরোধ ক্রমেঃ- নওশের আলী সাদ পরিচালক “টু পয়েন্ট টেইর্লাস এন্ড ফেব্রিক্স”


