সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে মানছুরা আক্তার রান্না করতে গিয়ে আগুনে পুড়ে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। মেয়েটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচেছ তার পরিবার। মানছুরার গ্রামের বাড়ি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ঘোষটিক কাটা গ্রামে।
মানছুরার বাবা ইব্রাহিম মিয়া জানান, মানছুরার চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় তিন লাখ টাকা খরচ হয়েগেছে। আশপাশের আত্মীয়স্বজনদের সহযোগীতায় তিনি এ পর্যন্ত চিকিৎসা চালিয়ে আসলেও এখন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই মেয়েকে বাঁচাতে সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগীতা চান তিনি। বর্তমানে মানছুরাকে প্রতিদিন প্রায় তিনটি করে ইনজেকশন দিতে হয় । যার মূল্য প্রায় বিশ হাজার টাকা।
মারছুরার মা জেসমিন আক্তার জানান, আদরের ধনকে বাঁচাতে আমরা আপনাদের সকলের সহযোগীতা চাইছি। আমার মেয়েটি শেখ হাসিনা বার্ন ইউনিটের ১১০২ নং ওয়ার্ডের ২৩ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন। মানছুরাকে বাঁচাতে সহযোগীতা করতে পারেন এই নাম্বারে- ০১৩১৫২৮৯৫০১(বিকাশ। পার্সেনাল)


