শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

আড়াইহাজারে পারভীনের গণসংযোগ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

Print Friendly, PDF & Email

শাহিদা আক্তার, আড়াইহাজার থেকেঃ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচি পালন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির- সাংগঠনিক সম্পাদক- পারভীন আক্তার। ৭ই জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সর্বস্তরের জনগনের সাথে গন সংযোগে ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরন করেন তিনি।

গনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, নারায়নগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ। জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহাবুব, জেলা তাতী দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক।জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর ইসলাম আশিক, আড়াই হাজার পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলা বকস, আড়াই হাজার উপজেলা কোকো স্মৃতি সংসদের আহবায়ক তফসির উদ্দিন নির্ঝর, আড়াই হাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার, সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, পৌরসভা মহিলা সভানেত্রী মাসুমা বেগম, সভাপতি মাসুদা বেগম,সাধারণ সম্পাদক মাছুমা আক্তার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী।

উক্ত লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচি শুরু করা হয়েছিল আড়াই হাজার সদর থেকে শুরু করে ফতেহপুর, হাইজাদী, উচিৎপুরা, খাগ কান্দা, বিশনন্দী ইউনিয়ন এবং গোপালদী পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লা বাজার, বিশ নন্দী সহ সর্বস্তরের জনগনের মাঝে, এ সময় ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে জনগনকে আশ্বস্ত করেন।

Related posts

রসূলবাগের নব্যত্রাস রিয়াজ চাঁদা না পেয়ে সাজু ডেভেলপারসের সাইনবোর্ড ভাংচুর

Bablu Hasan

ছয় মাসেই বুঝা গেছে দৌড় কতটুকু: মুহাম্মদ গিয়াস উদ্দিন

Bablu Hasan

ভুয়া কমিটি করে সোনারগাঁয়ে মসজিদের জমি বিক্রি! প্রায় কোটি টাকা আত্মসাৎ

Bablu Hasan