শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

চাঁদপুরে অস্ত্রের মুখে গরু লুট, সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার

Print Friendly, PDF & Email

প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি গরুর খামারে ঢুকে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৪টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গরু গুলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গডা এলাকা থেকে উদ্ধার করেছে এক দল যুবক। পরে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে গরু গুলো বুঝে পান খামার মালিক।

গতকাল বুধবার ভোরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আমিমূল এহছান হৃদয়ের গরুর খামারে ঘটনাটি ঘটে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে খামার মালিক আমিমূল এহছান হৃদয় জানান, গরুর খামারের দায়িত্বে নিয়োজিত রাখাল জিতেন ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে অফিস কক্ষ ভাঙচুর করে। এক পর্যায়ে সেখান থেকে ১৪ টি গরু নিয়ে ২ টি পিকআপ যোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে খামার এলাকার যুবকদের সাথে নিয়ে ৬টি মোটরসাইকেল যোগে অনুসরণ করে চুরি হওয়া গরু গুলোর অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তারা।

দিনভর ব্যাপক অভিযানের পর প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা গরুগুলো রাত ৯ টার দিকে শাহরাস্তিতে ফিরিয়ে আনা হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান খামার মালিক হৃদয়।

এ বিষয়ে এলাকার যুবক আরিফুল ইসলাম সজিব ও আল আমিন হোসেন রবিন জানান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নিয়ে বুধবার বিকেলে গরু গুলো উদ্ধার করে সক্ষম হয়েছি। নাঙ্গলকোট বাঙ্গডা এলাকাটি গরু চোর চক্র রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ঘটনাটি জেনে নাঙ্গলকোটের ইউএনও কথা বলে সহযোগিতার মধ্যমে ১৪টি গরু খামারের মালিককে বুজিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে কোন মামলাও হয়নি।

Related posts

২০১৮ সালের কোটা রিটকারীদের শুভেচ্ছা কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য নায়কদের মূল্যায়ণ করা রাষ্ট্রের দায়িত্ব : ববি’র প্রো-ভিসি ড. গোলাম রব্বানী

Bablu Hasan

পরীমণি ও রাজের বিচ্ছেদ

Bablu Hasan

মেলার নামে সেচ্ছাসেবকলীগ নেতার মাদক ও জুয়ার আসর চলে রাতভর

Bablu Hasan