শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

কালিয়াকৈরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

Print Friendly, PDF & Email

কালিয়াকৈরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

মো: মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করেছেন উপজেলা নাগরিক কমিটি ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দরা ।

শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ সকাল দশটা থেকে কালিয়াকৈর বাজারে ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করল কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ছাত্রবৃন্দ।

এ সময় জাতীয় নাগরিক কমিটি এর পক্ষ থেকে সুমন বাড়ই, সাজিব হোসেন জিকো, মাসুদ রানা, এডভোকেট শরীফ, রাজিব হোসাইনসহ অন্যান্য সদস্যরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন ।

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে মাহিন রহমান, রাতুল আহমেদ, রাকিব হোসেন, রাহাত হোসেন বিজয়, সায়িম হোসেন, ফাহাদ সরকার সহ অন্যান্য ছাত্র ছাত্রীরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরনে অংশ নেন।

লিফলেট বিতরণের সময় বাজার এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন দোকান এবং পথচারীর কাছ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঘোষণাপত্রের বিষয়বস্তু আলোচনা করা হয় এবং তাদের মতামত নেয়া হয়।

এসময় জনসাধারণের মতামতের বিষয়বস্তু ছিল, ফ্যাসিবাদী সরকার, অবশেষে পতন এমনসব নানা বিষয়ে নানা মতামত। তাদের ভাষ্যমতে নতুন করে আর কোন ফ্যাসিবাদি সরকার তারা চায় না। তারা বৈষম্যহীন একটা সরকার চায়। তাদের দাবি একটা সুশিক্ষিত ও বৈষম্যহীন সরকার দেশ পরিচালনা করুক এবং বয়সের বাড়ে নেতিয়ে পড়া ব্যক্তিরা রাজনীতি থেকে অবসরে যাক।

সর্বাপরি, জনসাধারণের সঙ্গে কথা বলে যে বিষয়টি উঠে এসেছে, যদি বাংলাদেশে নতুন করে বৈষম্যহীন কোন রাজনৈতিক দল আসে তবে সাধারণ জনগণ ভোট দিয়ে সরকার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান বিভিন্ন ধরনের দোকান ব্যবসায়ীরা।

Related posts

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের পোষ্টার, ব্যানার, ছিড়ে ফেললেন ডাকাতরা

Bablu Hasan

আওয়ামী সন্ত্রাসী দের বিরুদ্ধে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ

cnb editor

র‌্যাব-৪ এর পৃথক অভিযানে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকা হতে বিপুল পরিমাণে হেরোইন গাজা ও ইয়াবা সহ ০৮ জন মাদক কারবারি’কে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাক জব্দ।

Jubayer Islam