নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা সারুলিয়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থসহ কোটি টাকার মালামাল লুট, আহত ১০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা ও সারুলিয়া সহ বেশ কয়েকটি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা, ডাকাতি করে নগদ অর্থসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা ডাকাতদের হামলায় আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও প্রতক্ষদশী আকবর হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ ডেমরা, সারুলিয়া, উত্তর, দক্ষিণ রসুলবাগ এবং বক্সনগর সহ বেশ কয়েকটি এলাকায় শতাধিক বাড়িঘর, দোকানপাটে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে ৫০ থেকে ৬০ জনের একটি ডাকাত দল। এ সময় নগদ অর্থসহ অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় কমপক্ষে দশজন আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধারণা করা হচ্ছে কিছু স্থানীয় কিশোরগ্যাংয়ের সন্ত্রাসীরা ঢাকা ভেসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসব ডাকাতির কর্মকাণ্ড করছে। সিসি ক্যামেরায় দেখা গেছে ডাকাতি কালে যাদের দেখা গেছে যারা ছিল সবাই তরুণ বয়সের যুবক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, ডাকাতদের হামলার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিসি ক্যামেরা দেখে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভক্সপপঃ একাধিক ভুক্তভোগী
০৭-০১-২০২৫


