শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রহিম মেম্বারকে ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছে স্বার্থন্নেশী মহল

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট ও আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহিম মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে একটি স্বার্থন্নেশি মহল উঠেপড়ে লেগেছে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের সানারপাড়, সাহেবপাড়া, কান্দাপাড়াসহ ওই এলাকার একটি শক্তিশালী চক্রান্তকারী বাহিনী তাকে সামাজিক, পারিবাকি, ব্যবসায়ীসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করতে পায়তারা চালাচ্ছেন। শুধু তাই নয় তার দীর্ঘদিনের সামাজিক কার্যক্রম, ব্যবসায়ীক সুনামক্ষুন্নে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সামাজিক কাজকর্ম থেকে দাবিয়ে রাখতে কাজ করছেন ওই ষড়যন্ত্রকারীরা।

সানারপাড়, রহিম মার্কেট, সাহেবপাড়া, কান্দাপাড়া, মিজমিজিসহ বিভিন্ন এলাকাঘুরে জানাগেছে, ছোট বেলা থেকেই আব্দুর রহিম মেম্বার, এলাকার অসহায় মানুষের বিপদে, আপদে, দূর্দিনে ঝাঁপিয়ে পড়তেন। এলাকার মানুষের দূর্দিনের সহযোগী হয়ে এগিয়ে যেতেন। মানুষের দু:খ, দূর্দসা দূর করতেন। এমনিভাবে ধীরে ধীরে তিনি মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। একটি সুন্দর সমাজ গঠনে কাজ করে চলেছেন বছরকে বছর ধরে।

সম্প্রতি একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করছে। তার নামে মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানি করতে উঠেপড়ে লেগেছে।
রহিম মার্কেট এলাকার বাসিন্দা করিম মিয়া জানান, আব্দুর রহিম মেম্বার একজন সুন্দর মনের মানুষ। তিনি একজন পরোপকারী ও গরীব মানুষের বন্ধু। তাকে নিয়ে কোন ষড়যন্ত্রই এলাকাবাসী মানবে না। যারাই এসকল ষড়যন্ত্র করছেন তাওে সাবধান হয়ে যাওয়ার পরামর্শ দেন করিম মিয়া। তা না হলে এলাকার সকল মানুষকে সাথে নিয়ে ওই সকল স্বার্থন্নেশী মহলকে শায়েস্তা করবে এলাকার জনতা।

আম্বিয়া খাতুন নামে এক নারী জানান, সাহেব পাড়া, কান্দাপাড়া, রহিম মার্কেট এলাকার বাসিন্দারা একসময় অসহায় ছিলো। এই এলাকায় তেমন কোন ব্যক্তি ছিলো না মানুষের পাশে থাকার। রহিম মেম্বারই এখানকার মানুষের সেবায় দীর্ঘদিন ধরেই কাজ করছে। এলাকার অবহেলিত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বিয়ের ব্যবস্থা করে মনের সান্তনা যুগিয়েছেন কন্যা দায় গ্রস্থ বহু গরীব পিতার। অভাবের সংসারে আলো জ্বালিয়েছেন হাজার হাজার পরিবারের। তাকে নিয়ে ষড়যন্ত্র করলে আমরা এলাকাবাসী তা কঠোর হস্তে প্রতিহত করবো।

সাব্বির আহম্মেদ নামে এক বাসিন্দা জানান, রহিম মেম্বারের জন্ম না হলেই আজ হয়তো এই এলাকায় শিক্ষার আলো জ¦লতো না। তিনিই আনন্দলোক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছেন। এই অঞ্চলে শিক্ষার বিস্তার ঘটিয়েছেন। মূর্খ মানুষ শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে। আজ তাকে নিয়েই ষড়যন্ত্র এটা কোনভাবেই কাম্য নয়। তিনি বলেন মামলা দিয়ে রহিম মেম্বারের সুনাম নষ্ট করা যাবে না।

আব্দুর রহিম মেম্বার জানান, আমি অসুস্থ মানুষ বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সবসময়ই মানুষের উপকার করার চেষ্টা করি। গরীব, দু:খির পাশে দাড়াতে পারলে নিজের মনে তৃপ্তি পাই। একটি চক্র যারা আমার সামাজিক, পারিবারিক, ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করতে আমার বিরুদ্ধে অযথা হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে মানুষের সেবা থেকে বঞ্চিত করতে চায় তাদের বিচার আমি এলাকাবাসীর কাছেই দিতে চাই। তিনি বলেন, যতই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্রকারীরা, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সহযোগীতায় নিজেকে বিলিয়ে দিবো ইনশাল্লাহ।

Related posts

গ্যাসের সংকটে অতিষ্ঠ পাড়া মহল্লার বাসিন্দারা

Bablu Hasan

আওয়ামীলীগের দোসর রমজান আলীর চেয়ারম্যান হতে চায়

Bablu Hasan

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার মাহফিলে বক্তারা, কুমিল্লাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

Bablu Hasan