চেক জালিয়াতি মামলায় সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ তিনজন গ্রেফতার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন,নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ন সম্পাদক মহিউদ্দিন মোল্লা। তিনি বলেন, ২০১৫ সালে দক্ষিন সানারপাড় এলাকার মোল্লাবাড়ির একটি ফ্ল্যাট বিক্রি করেছি ত্রিশ লক্ষ টাকা।
এক মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করার কথা থাকলেও মো: জাহাঙ্গির হোসেন সময়মত ফ্ল্যাট কেনার টাকা পরিশোধ করেনি। খবর নিয়ে জানতে পারলাম মাদক মামলায় আসামী হয়ে জেল হাজতে সে। প্রায় দুই বছর পর এসে ফ্ল্যাট দাবি করেন। তারপর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্য্যালয়ে সমঝোতা হয় আমাদের উভয়ের মধ্যে। পরে তার পাওনা টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
তবে তার কাছে চেক দেওয়া হয়েছিলো। সে চেকটি ডিজওনার করে আমার নামে মামলা দিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ করা হয়েছে। এতে আমার সামাজিক, রাজনীতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন হয়েছে। এসকল মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
নিবেদক
মহিউদ্দিন মোল্লা
সাবেক যুগ্ন সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগ


