শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

নির্বাচন বানচাল করার চেষ্টা করলে একজনকেও আস্ত রাখা হবে না: মুফতি মনির হোসাইন কাসেমী

Print Friendly, PDF & Email

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, জমিয়তে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় আলোচনা সভা ও সাইনবোর্ড জোনের কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসেন কাসেমী বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনা প্রধান ওয়াকার উজ জামান ঘোষনা দিয়েছেন আগামী ফ্রেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোড ম্যাপও ঘোষনা করেছে। এই নির্বাচন বানচালের জন্য কেউ যদি ষড়যন্ত্র করেন তাকে কোন ভাবেই ছাড় দিবে না এ দেশের মানুষ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাইনবোর্ড জোনের সভাপতি মুহাম্মদ উসমান গনীর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ, সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মুনাওয়ার হুসাইনসহ আরো অনেকে।

Related posts

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

Bablu Hasan

রেড অ্যালার্ট ইসলামাবাদে, রাজধানীতে রাজনৈতিক কোনো দলের সভা কিংবা এ জাতীয় কর্মসূচি সাংবিধানিকভাবে নিষিদ্ধি

Bablu Hasan

ময়মনসিংহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উপলক্ষে বিএনপির সংবাদ সন্মেলন

Bablu Hasan