সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

ব্যবসায়ীর কাছ থেকে দশলাখ টাকা চাঁদাদাবি

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে দশলাখ টাকা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন চাঁদাবাজরা। এ বিষয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ও থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সানারপাড় এলাকার বাসিন্দা আবু সেলিমের ছেলে সাকিবুল হাসান সাকিব, নূরবাগ এলাকার কুতুবুদ্দিনের ছেলে তারেক রহমান, সানারপাড় এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে ফারদিন হোসেন রিয়াদ, রসুলবাগ এলাকার বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের ছেলে ব্যবসায়ী মুসা সুমনের কাছে দশলাখ টাকা চাঁদাদাবি করেন।

দাবিকৃত চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। চাঁদাদাবির ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে একটি চাঁদাবাজি মামলা ও জীবনের নিরাপত্তা চেয়ে ব্যবসায়ী মুসা সুমন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ব্যবসায়ী মুসা সুমন জানান, নিমাইকাশারী এলাকায় আমার মালিকানাধীন একটি জমিতে নির্মাণকাজ করতে গেলে দশলাখ টাকা চাঁদাদাবি করেন সাকিবুল হাসান সাকিব, তারেক রহমান ও ফারদিন হোসেন রিয়াদ। তাদের দাবিকৃত চাঁদা না দিলে আমাকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করেন।

এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ও আতংকে দিন কাটাচ্ছি। এ বিষয়ে আমি নারায়ণগঞ্জ আদালতে একটি চাঁদাবাজি মামলা ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সুষ্টু তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ব্যবসায়ীকে হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী নেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

Related posts

বাউন্ডারি নির্মাণ করে জমি দখলের অভিযোগ

Bablu Hasan

ঘোড়া প্রতীক পেলেন সাংবাদিক টুনু তালুকদার

Bablu Hasan

ভূমিদস্যু দখলদার সুরুজ মিয়ার লাগান টামনে কে? প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগীরা

Bablu Hasan