শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

শ্রমিক দিবসে র‌্যালী

Print Friendly, PDF & Email

“শ্রমিক মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে আদমজী এলাকায় অস্থায়ী কার্য্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। আলোচনাসভা শেষে র‌্যালীটি সিদ্ধিরগঞ্জ হয়ে নারায়ণঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ নেতা আবুল কালাম আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক শ্রমিকলীগের সহ-ইলিয়াছ মোল্লা, শ্রমিকলীগ নেতা সোহেল হোসেন, সিরাজুল ইসলাম ওরফে কবি সিরাজ, শাহআলম মিয়া, শেখ পারভেজ হোসেন জিতু, বিপ্লব,চম্পা ভুইয়াসহ আরো অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। ইতিহাসের ধারাবাহিকতায় আজও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রামের পথ বেছে নিতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব হওয়ায় এখন আর বেতনের জন্য শ্রমিকদের সড়ক অবরোধ করতে হয়না। পুলিশের সাথে সংঘর্ষ করে রক্ত ঝড়াতে হয় না। তিনি আরো বলেন, আদমজি ইপিজেটসহ যেসকল কারখানার মালিক রয়েছেন তারা যেন শ্রমিকদের ন্যায্য মুজুরী সময়মত পরিশোধ করেন এবং তাদের শ্রমের মূল্যায়ণ করেন।

 

 

Related posts

গণঅভূত্থানে অগ্রনী ভুমিকায় ছিলেন আবুল কালাম আজাদ রাসেল

Bablu Hasan

আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা

Bablu Hasan

“”””মানুষ””””

Bablu Hasan