শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

কালিয়াকৈরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বরিশাল বিভাগের আবরণ জায়ান্টসের জয়

Print Friendly, PDF & Email

কালিয়াকৈরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বরিশাল বিভাগের আবরণ জায়ান্টসের জয়

 

মোঃ মাসুদুর রহমান – গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস এবং বরিশাল বিভাগের আবরণ জায়ান্টস।

ফাইনাল ম্যাচ ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে উপস্থিত ছিলেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক, যারা পুরো খেলায় উচ্ছ্বাসে মেতে ওঠেন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আবরণ জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। জবাবে বালিয়া ভাইকিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান করে। ফলে ৪৩ রানের ব্যবধানে শিরোপা জিতে নেয় বরিশালের আবরণ জায়ান্টস।

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) মো. সুলতান উদ্দিন প্রদান এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ক্রীড়াপ্রেমীরা।

এই ম্যাচে চার-ছক্কার ঝড়ে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আবরণ জায়ান্টসের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান, যার ফলে তারা বিশাল রানের পাহাড় গড়ে। জবাবে বালিয়া ভাইকিংসও লড়াই করলেও শেষ পর্যন্ত ৪৩ রানের ব্যবধানে হেরে যায়।

আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের আরও অনুপ্রাণিত করবে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। বিশেষ করে মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে এই টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

স্থানীয় ক্রীড়াবিদ ও অতিথিরা বলেন, “খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে কালিয়াকৈর থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে, যারা একদিন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।”

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Related posts

সাধারণ মানুষের দৌড় গোড়ায় সেবা পৌছে দিচেছন নায়েব কামরুল ইসলাম

Bablu Hasan

ডিমের মূল্য তদারকির লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান

Jubayer Islam

চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

Bablu Hasan