গোলাম সরোয়ার সচিব নাকি প্রতারক
সচিব গোলাম সরোয়ার নামে এই প্রতারকের বাড়ি চাঁদপুর জেলা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পিএস ছিল বলেও তিনি সকলকে জানান দিয়ে বেরান এবং তাঁহার নিকট একটি রিভোলবার আছে লাইসেন্সকৃত বলেও অনেক কেই ভিডিও কলে প্রদশর্ন করেন। তিনি সরকারের বেশ কয়েকটি সংস্হার প্রধানের দায়িত্ব পালন করেন বলেও নিজেকে জাহির করেন।
অনুসন্ধানে দেখা যায় বেশ কিছু ভুক্তভোগীর নিকট হইতে প্রায় ৪০/৫০ লক্ষ টাকা নিয়ে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ব্যাবহৃত মোবাইল নাম্বার গুলো পরিবর্তন করেন। তিনি উত্তরায় জসিম উদ্দিন এলাকায় বসবাস করেন কিন্তু তাহার বাসাবাড়ির কোন খোজখবর না পেয়ে অনেক ভুক্তভোগী অসহায় হয়ে এই প্রতারক সচিবকে হন্য হয়ে খুজে বেরাচ্ছেন বলে একাধিক ভুক্তভোগী গনমাধ্যম কে জানিয়েছেন। এই রিপোর্টটির মাধ্যমে দেশের গোয়েন্দা সংস্হা গুলোর দৃষ্টি আকর্ষণ করছে গনমাধ্যম।


