বৃহস্পতিবার ,   ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ঐক্যবদ্ধ কাজ করি, কুন্ঠ মুক্ত দেশ গড়ি’

Print Friendly, PDF & Email

“ঐক্যবদ্ধ কাজ করি, কুন্ঠ মুক্ত দেশ গড়ি’

বর্ণাঢ্য আয়োজনে মণিরামপুরে বিশ্ব কুন্ঠ দিবস পালিত

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর)

“ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি’-প্রতিপাদ্যকে কর্ণাঢ্য আয়োজনে যশোরের মণিরামপুরে বিশ্ব কৃষ্ণ দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করে।

রোববার উপল্যে স্বাস্থ্য কমপ্লেক্স চাতুরে বর্ণাঢ্যর‍্যালী বের হয়। র‍্যালী শেষে হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুজ্জামান মুজাহিদের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ইদ্রিস আলী ডাঃ সুমন কবীর, আরএমও ডাঃ হুমায়ুন রশীদ, ডাঃ অনুপ বসু, ডাঃ ফরিদুল ইসলাম, তার বন্ধুরাম চন্দ্রভা,ডাঃ নাহিদ হোসেন, স্টোর কিপার সাইফুল ইসলান, কুষ্ঠ রোগ সংক্রান্ত সমন্বয়কারী মহিতোষ সরকার প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে চিকিৎসা নিলে কৃত রোগ ভালো হয়। কুষ্ঠ নিয়ে আমাদের সমাজে এখনও যে কুনৎস্কার রয়েছে তা দূর করতে হবে। কুষ্ঠ রোগে আক্রান্ত হলে লজ্জার বা ভয়ের কিছু নেই। নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র পরামর্শ নেয়ার তাগিদ দেন বক্তারা। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ ররিবার এই দিবসটি পালন করা হয়। কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং আক্রান্তদের সাহায্য করতে দিবসটি পালন করা হয়। কুষ্ঠরোগ আক্রান্তদের মূলত প্রায়ুর অতি, বিকতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। অক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড়তার এই রোগের লক্ষন। চিকিৎসকরা বলছেন, সঠিক সময় শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।

Related posts

বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন

cnb editor

ছয় মাসেই বুঝা গেছে দৌড় কতটুকু: মুহাম্মদ গিয়াস উদ্দিন

Bablu Hasan

কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

cnb editor