শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

৩ সেনা কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ১

Print Friendly, PDF & Email

নিজিস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর বরখাস্ত করা হয়েছে একজনকে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

আর লেফটেন্যান্সট জেনারেল সাইফুল আলম, আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে অবসরে পাঠানো হয়েছে।

এদের মধ্যে সাইফুল আলম ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেনা আইনে ১৬ ধারা অনুযায়ী ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।

আদেশ জারির ১৫ দিনের মধ্যে বাধ্যতামূলক অবসর কার্যকর হবে।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Related posts

ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুসুলভ আচরণ করছে: মির্জা ফখরুল

Bablu Hasan

এখনও পিজিসিবির এমডি বঙ্গবন্ধু প্রকৌশল সমিতির সভাপতি প্রতিমন্ত্রী বিপুর আশীর্বাদে পরীক্ষায় দ্বিতীয় হয়েও এমডি নিযুক্ত হন গাউছ মহিউদ্দিন

Bablu Hasan

বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেফতার

Bablu Hasan