সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

দুস্থদের নিয়ে কাউন্সিলর পলিনের ইফতার মাহফিল

Print Friendly, PDF & Email

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ডবাসীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনের আয়োজনে কোরআন খতমের মাধ্যমে সারুলিয়া রানীমহল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শামীম আহম্মেদের সার্বিক তত্বাবধানে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম), ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা, অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার, স্থানীয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এমএ ছাত্তার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ বাশার মনির প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ৬৮ নম্বর ওয়ার্ডের অধিবাসী ও বরেণ্য ব্যক্তিবর্গরা সহ ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।

ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, রমজান মাসে ওয়ার্ডবাসীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল করা হয় ৬৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এ ওয়ার্ডের বাসিন্দারা যাতে বালা মুসিবত থেকে রক্ষাস পেয়ে আল্লাহর রহমত ও বরকতের মধ্যে থাকতে পারেন তার জন্যই এ কোরআন খতম।

Related posts

মেলার নামে সেচ্ছাসেবকলীগ নেতার মাদক ও জুয়ার আসর চলে রাতভর

Bablu Hasan

নির্বাচন বানচাল করার চেষ্টা করলে একজনকেও আস্ত রাখা হবে না: মুফতি মনির হোসাইন কাসেমী

Bablu Hasan

দেশসেরা ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর হোসেন মোল্লার নামে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

Bablu Hasan