শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

দুস্থদের নিয়ে কাউন্সিলর পলিনের ইফতার মাহফিল

Print Friendly, PDF & Email

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ডবাসীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনের আয়োজনে কোরআন খতমের মাধ্যমে সারুলিয়া রানীমহল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শামীম আহম্মেদের সার্বিক তত্বাবধানে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান (পিপিএম), ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা, অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার, স্থানীয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এমএ ছাত্তার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ বাশার মনির প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ৬৮ নম্বর ওয়ার্ডের অধিবাসী ও বরেণ্য ব্যক্তিবর্গরা সহ ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।

ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, রমজান মাসে ওয়ার্ডবাসীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল করা হয় ৬৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এ ওয়ার্ডের বাসিন্দারা যাতে বালা মুসিবত থেকে রক্ষাস পেয়ে আল্লাহর রহমত ও বরকতের মধ্যে থাকতে পারেন তার জন্যই এ কোরআন খতম।

Related posts

নীট কনসার্নের সুনাম ক্ষুন্ন করায় ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ

Bablu Hasan

আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

Bablu Hasan

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রয়াত গোলাম মোস্তফাসহ প্রয়াতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

Bablu Hasan