সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার উপর হামলা

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিমাইকাশারী এলাকায় বিএনপি নেতার উপর হামলা চালিয়ে তার অফিস ভাংচুর ও লুটপাট চালিয়েছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের সাথে তাসলিমা আক্তারের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেড় ধরে তাসলিমা আক্তার, শোভন মিয়া, সজিব মিয়া, কাউসার, আকাশ, জনি, আরমান, রেহেনা আক্তার ও কুলসুম আক্তার দেশী অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে তার অফিস কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়ে তার ড্রয়ারে থাকা সাত লাখ টাকা ও গুরুত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বলেন, তাসলিমা আক্তারের সাথে একটি জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শান্তিপূর্নভাবে বসবাস করার জন্য আদেশ দিয়েছেন। কিন্তু সন্ত্রাসীরা আদালতের নির্দেশ অমান্য করে আমার অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে সাত লাখ টাকা নিয়ে যায়। সন্ত্রাসীদের অবিলম্ব গ্রেফতার জানাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Related posts

রূপগঞ্জে মাদক, সস্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির সভা ,বিক্ষোভ

Bablu Hasan

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল দত্ত

Bablu Hasan

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ আবদুল অদুদ’র জন্য বুড়িচংয়ে দোয়া মাহফিল

Bablu Hasan