সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

সিদ্ধিরগঞ্জে ব্যবাসায়ীর বাড়ির সীমানাপ্রাচির গুড়িয়ে জায়গা দখলের অভিযোগ

Print Friendly, PDF & Email

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে বাড়ির সীমনাপ্রাচির গুড়িয়ে দিয়ে লোহার গেইট দিয়ে জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে,সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা হানিফ খান দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি উজ্জল মিয়া নামে এক ব্যক্তি তার সীমানাপ্রাচির ভেঙ্গে লোহার গেইট দিয়ে জোড়পূর্বক তার জায়গা দখল করে নিয়েছে।

এ বিষয়ে হানিফ খান জানান, আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। উজ্জল মিয়া নামে এক ব্যক্তি আমার পাশর্^বর্তী জায়গা ক্রয় করে আমাকে বিভিন্নভাবে হুমকি দমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। সম্প্রতি সন্তাসী উজ্জল মিয়া ও তার সহযোগীরা আমার বাড়ির সীমানাপ্রাচির ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়। আমার মালিকানাধীণ জায়গায় লোহার গেইট দিয়ে জায়গাটি দখল করে নেয়। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর ন্যায় বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, এ বিষয়ে হানিফ খান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Related posts

আওয়ামীলীগের কমিটিতে মাদক ব্যবসায়ী ও বিতর্কিদের স্থান: মোশারফ ওমর

Bablu Hasan

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

Bablu Hasan

গ্রামীণ অবকাঠামো উন্নত হওয়ার ফলে শহরের সুবিধা গ্রামে পৌঁছানো সহজ হয়েছে-স্থানীয় সরকার মন্ত্রী

Bablu Hasan