শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

নারায়ণগঞ্জে আর্ন এন্ড লিভ’র কম্বল বিতরণ

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আর্ন এন্ড লিভ সংগঠনের কম্বল বিতরণ অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের রূপকার, ২০১৮ সালে রিটকারী ও ইনকিলাবের আলোচিত সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, সচিবালয়ে আগুন প্রমাণ করে দুস্কৃতিকারীরা এখনও সক্রিয়।

তাই সরকারকে আরো সতর্ক হতে হবে। তিনি বলেন, আমরা এই সরকারকে ধারণ করি। তাই দ্রুত সময়ের মধ্যে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা দুস্কৃতিকারীদের বের করে বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।

আর্ন এন্ড লিভ নামে বেসরকারী সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে নিমাইকাশারী এলাকায় প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসীর সার্বিক ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তত্বাবধানে আয়োজিত হয়।

শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) আশিকুল ইসলাম আশিক, আরটিভির জয়েন্ট নিউজ এডিটর মাহাদি হাসান শিমুল, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুইয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশের তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডা. আব্দুল মান্নান, দৈনিক ভোরের পাতার ক্রাইম চীফ রনি মজুমদার, আনন্দ টিভির সাংবাদিক গাজী মোহাম্মদ সোহেল, জনকথা পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন জীবনসহ আরো অনেকে।

এসময় শতাধিক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন আগত অতিথিরা। এসময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমীন জেসির মতো দেশপ্রেমকে জাগ্রত করে দেশের মানুষের সেবায় সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসী জানান,ইতিমধ্যে আর্ন এন্ড লিভ সারাদেশে অসংখ্য সেবামুলক কাজ করে দেশবাসীর নজরে এসেছে। সংগঠনটির মুল কাজ প্রতিবন্ধীদের স্বাবলম্বী মুখি করা, এছাড়াও আর্ন এন্ড লিভ এর কয়েকটি নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে অন্যতম শিক্ষা ও স্বাস্থ্য।

Related posts

১০১ মাদক কারবারির দেড় বছর করে কারাদণ্ড

Bablu Hasan

নারায়ণগেঞ্জে ‘নীট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬’ টুর্নামেন্টের উদ্বোধন

Bablu Hasan

রূপগঞ্জে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে ছিঁচকে চোর থেকে কোটিপতি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাজু প্রধান !!!

Bablu Hasan