শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি সমান তালে চালিয়ে যেতে হবে অন্তবর্তীকালীন সরকারকেঃ শহিদুল ইসলাম ফাহিম

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজঃ মহান মুক্তিযুদ্ধে ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনার সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ,নারায়ণগঞ্জ সদর উপজেলা। আজ বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সমন্বয়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে এক মুক্তি পেয়েছে। এই মুক্তি স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকামী মানুষের মুক্তি। জুলাই আগস্টের স্পিরিটকে ধারন করে দেশকে গড়ার কাজে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটা সেক্টরের সংস্কার করতে হবে, সংস্কার করে আওয়ামী কলঙ্কমুক্ত করতে হবে। সংস্কার এর পাশাপাশি নির্বাচন নিয়ে ধোঁয়াসা পরিষ্কার করতে হবে। নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করতে হবে। সংস্কার এর পাশাপাশি নির্বাচন নিয়েও অন্তবর্তীকালীন সরকারকে কাজ করে যেতে হবে। এই সরকারের গত ৪ মাসে মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছুটা বিলম্ব দেখা গিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামীকে এখনও বিচারের মুখোমুখি দাড় করানো যায় নি। বিচার না হওয়া পর্যন্ত কোনো ভাবেই আওয়ামীলীগকে নির্বাচন এর সুযোগ দেয়া যাবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদের রক্তকে কোনোভাবে বৃথা যেতে দেয়া যাবে না। কেউ যদি নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকেও শেখ হাসিনার মত অবস্থা করতে জনগণ একটুও চিন্তা করবে না।

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সদর উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক তোফাজ্জল হোসেন, জলবায়ু বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিয়ান রিপন, গণঅধিকার পরিষদের নেতা ফেরদৌস ভূইয়া প্রমুখ।

Related posts

সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারের উৎখাত না করে ঘরে ফিরবো নাঃ পারভীন আক্তার

Bablu Hasan

প্রতিবাদ

Bablu Hasan

রেড অ্যালার্ট ইসলামাবাদে, রাজধানীতে রাজনৈতিক কোনো দলের সভা কিংবা এ জাতীয় কর্মসূচি সাংবিধানিকভাবে নিষিদ্ধি

Bablu Hasan