সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

ফ্যাসিস্ট বিদায় করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়: সমন্বয়ক সারজিস

Print Friendly, PDF & Email

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট বিদায় করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়।  বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে গণঅভ্যুত্থানরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতাকে ব্যবহার করে কারও ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা থাকলে শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সারজিস আলম বলেন, সকল ছাত্রজনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কেউ যেন আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে না পারে। এসময় তিনি বলেন, যারাই দেশে চাঁদাবাজির নামে ণৈরাজ্যসৃষ্টিতে মেতেছেন তাদেরও ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার, রফিকুল ইসলাম, ইলিমা খন্দকার এ্যনি, অয়ন, সুবাসিরুল, রফিকুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Related posts

নারায়ণগঞ্জের নতুন ডিসি তৌফিকুর রহমান

Bablu Hasan

জুলাই আন্দোলনে শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না: উপদেষ্টা

Bablu Hasan

দ্রুতই চালু হচ্ছে মেট্রোরেলের বন্ধ থাকা ২ স্টেশন

Bablu Hasan