জামালপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র শেষ হয়নি। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। উন্নয়নের। নামে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।
জামালপুর সদরের ঝাউলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বাঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত এই গণ জমায়েতে অন্যানোর মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও জেলা যুবদলের আহবায়ক সজিব খান।জামালপুর থেকে জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত।


