সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আল-হেরা ইন্টান্যাশনাল স্কুলে দোয়া অনুষ্ঠান

Print Friendly, PDF & Email

ডেস্ক : গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে, বন্যার কষ্ট থেকে লাখো বনু আদমকে মুক্তির জন্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সিদ্ধিরগঞ্জের আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল মাঠে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে নাসিক ২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি ও হলিচাইল্ড জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মাওলানা নাসের বিন হানিফ, আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি সদস্য আবদুর রহমান, স্কুলের শিফট ইনচার্জ সাকিনা আক্তারের চাচা ও স্কুলটির প্রতিষ্ঠাতার বাবা ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারসহ কবরবাসী মুরব্বীদের আত্মার মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন মাসুদ আহমেদ ও গণপূর্ত বিভাগের সাবেক কর্মকর্তা জাহিদুর রহমান। দোয়া পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল অদুদ। এসময় স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় ১২ সেপ্টেম্বর থেকে প্রি-প্লের ক্লাস শুরু হবে বলে জানান ব্রিটিশ কাউন্সিল থেকে পুরস্কারপ্রাপ্ত এলাকার প্রথম ইংরেজি ভার্সন স্কুলটির প্রধান শিক্ষক।

Related posts

নির্বাচনী প্রচার প্রচারণায় মুখরিত, সোনারগাঁ মাদক মুক্ত সোনারগাঁ গড়ার প্রত্যাশা এ বি এম ওয়ালিউর রহমান খাঁনের

Bablu Hasan

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অবিলম্বে পুনর্গঠন করে কোটা সংস্কার চায় রীটকারী নেতারা

Bablu Hasan

ঢাকাসহ ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক

Bablu Hasan