শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সাজু ডেভেলপারস লিমিটেডকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকায় “ওসমানদের মাফিয়া সম্রাজ্য সিদ্ধিরগঞ্জে ভূমি সিন্ডিকেটের শত কোটি টাকার বাণিজ্য” শীর্ষ শিরোনামে সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন সাজু ডেভেলপারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে এলাকায় অবৈধভাবে জোড় পূর্বক ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আমাদের সিন্ডিকেটের কাছে অনেক নিরীহ লোক নির্যাতনের শিকার হয়েছে এবং সর্বদলীয় সিন্ডিকেট সন্ত্রাসী বাহিনী ও সিন্ডিকেট তৈরী করে সরকারি কর্মকর্তা ও আইনশৃংখলাবাহিনী এবং অসাধূ কর্মকর্তাদের সহায়তায় সানারপাড় এলাকার ১২/১৩ বিঘা একটি বিল শক্তি ব্যবহার করে দখল করে নেওয়া হয়েছে। জমিটি মথুরা মোহন সাহা জমিদারের সম্পত্তি বলে উল্লেখ করা হয়েছে। আমি “বিডিডিএল” নামে একটি কোম্পানীর কাছ থেকে জমিটি ন্যায্য মূল্যে ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছি।

আমাদের জমির পাশে ৭২ শতাংশ সরকারি খাস খতিয়ানের জমি রয়েছে। এই জমিটি পরিদর্শন করেছেন তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি। সরকারি মালিকানাধীন জমিতে সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ের স্থাপনের জন্য একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার মালিকানাধীন সাজু ডেভেলপারর্স লিমিটেড দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আমার প্রতিপক্ষের লোকেরা আমার ব্যবসায়িক ও ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য মিথ্যা তথ্য সাংবাদিক ভাইয়ের দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত জমিটির মালিকাধীন সকল প্রকার দলিল, খাজনা, খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের রয়েছে। সরেজমিনে তদন্ত করলেই এর সত্যতা পাওয়া যাবে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিবেদক
শাহজাহান সাজু
ব্যবস্থাপনা পরিচালক
সাজু ডেভেলপারস লিমিটেড

Related posts

‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই’: মনির হোসেন

Bablu Hasan

দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

Bablu Hasan

সাগর-রুনি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ আদেশ ছয় মাসের মধ্যেই

Bablu Hasan