শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সোনারগাঁয়ে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটকারী ওরা

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাও এলাকায় প্রকাশ্য দিবালোকে দশটি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে এলাকার চিহিৃত সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা। এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসী ও প্রতক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, শাহানা আক্তার, জোহরা বেগম, আনিস মিয়া, নূর নবী ও ইয়ানবীসহ কমপক্ষে দশ জনের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে নয়াগাও গ্রামের খালেক মিয়ার ছেলে চিহিৃত সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সুজন মিয়া, আলেক মিয়ার ছেলে রাজু মিয়া ও তার ভাই সুমন মিয়া। সাহাবুদ্দিনের ছেলে আলামিনসহ একটি সংঘবদ্ধ চক্র ওই  সকল বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাঁচকোটি টাকার ক্ষতি সাধন করে।

সাহানা আক্তার জানান, কোটা বিরোধী আন্দোলনের পরপর এলাকার চিহিৃত সন্ত্রাস চাাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সুমন মিয়া, রাজু মিয়া, সুমন মিয়া ও আলামিন আমাদের এলাকায় ত্রাসের রাজক্ত কায়েম করেছে। তারা দেশিয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় পাচ কোটি টাকার ক্ষতি সাধন করেছে। তিনি বলেন, বখাটে সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিলেও স্থানীয় প্রশাসন তাদের গ্রেফতার করছে না। এ বিষয়ে সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি আমরা।

হাজী আলাউদ্দিনের বড় ছেলে ইয়ানবী হোসেন নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, উল্লেখিত সন্ত্রাসীদের সাথে আমার বাবার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত দুই মাস পূর্বে সন্ত্রাসীরা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে দুটি পা পঙ্গু করে দেয়। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই সকল সন্ত্রাসীরা ফের আমাদের বাড়িঘর ও গরুর খামারে হামলা ভাংচুর লুটপাট চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও একই এলাকায় আমার খালার বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট চালিয়ে কয়েকলাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি আমরা।

ব্যবসায়ী আলাউদ্দিনের মেয়ে রাবেয়া আক্তার নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সন্ত্রাসীরা আমাদের বাড়িতে ও গরুর খামারে হামলা, ভাংচুর ও লুটপাট করার সময় বাধা দিলে আমাকে মারধর করে আহত করে। তাদের কোনভাবেই থামাতে পারিনি আমরা।এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা আমি মোবাইল ফোনের মাধ্যমে জেনেছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য স্থানীয় থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইরী ফার্ম নামে হাজী আলাউদ্দিন মিয়া একটি গরুর খামার করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন। সারাদেশে কোটা আন্দোলনের নামে কয়েকজন দূবৃত্ত

 

Related posts

ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুসুলভ আচরণ করছে: মির্জা ফখরুল

Bablu Hasan

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Bablu Hasan

পাইনাদী পশ্চিমপাড়া নাইট ক্রিকেট শটপিচ টুর্নামেন্টের উদ্ভোধন করেছেন হাজী শফিকুল ইসলাম

Bablu Hasan