নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসানাত বলেছেন, মানুষ আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন আমি তা পুরন করবো, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আস্থা ফিডের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আস্থা ফিড কোম্পানির পরিচালক শাহ্ মোঃ বাবু ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নোয়াগাঁও ইউপি সদস্য ও আস্থা ফিড কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারী সহ সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সকল নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনারগাঁয়ের মানুষ আমাকে নিয়ে যে স্বপ্ন দেখে নির্বাচিত করেছে, আমার কাজ এখন মানুষের স্বপ্ন পূরণ করা। বক্তব্য শেষে নবাগত এমপি কে ইউনিয়নের সকল নেতাকর্মীর ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


