ইসমাইল হোসেন, কুমিল্লা থেকেঃ কুমিল্লা সদর দক্ষিন ৬ নং জোড়কানন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাজেশপুর মধ্যমপাড়া এলাকার হাজী আব্দুস সোবানের ছোট ছেলে কুয়েত প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল একজন মানবিক মানুষ হিসেবে এলাকাবাসীর মাঝে সুনাম কুড়িয়ে চলছেন। ইতোমধ্যে বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল জয়নগর আদর্শগ্রাম জামে মসজিদের নির্মাণফান্ডে বড় আকারের দানের ফান্ডার দিয়েছেন। এছাড়াও মসজিদটির উন্নয়ণে নগদ অর্থ দিয়েও পাশে থাকবেন বলেও জানিয়েছেন। এছাড়াও নির্ভরপুর আদর্শগ্রাম মসজিদের উন্নয়ণে সিমেন্ট ও মসজিদটির ফ্লোরের টাইলস ব্যবস্থা করার কথাও জানিয়েছেন প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল।
এছাড়া প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল ইসমাইল মিয়ার মাধ্যমে এলাকার গরীব, অসহায়, এতিমদের সহযোগীতা করে থাকেন। যে মানুষটি যখনই বিপদে পড়েন তারই পাশে সহযোগীতার হাত বাড়িয়েদেন রাজেশপুর মধ্যমপাড়া এলাকার কৃতিসন্তান কুয়েত প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল।
ইসমাইল মিয়ার মাধ্যমে প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল সবসময় এলাকাবাসীর পাশে দাড়ান। এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল,কলেজ যে যেখানে যখনই বিপদগ্রস্থ হন তখনই তাদের পাশে বিপদের বন্ধুর মতো দাড়িয়ে যান বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল। এছাড়া পবিত্র মাহে রমযানে হাজার হাজার রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল দেশ প্রেমের উদ্ধুদ্ধ হয়ে দেশের মানুষের কথা ভেবে প্রতি ঈদেই গরীব, অসহায়, মেহনতি মানুষের মাঝে ঈদের পোশাক বিরতণ করেন। তারই পাশাপাশি চলতে থাকে তার দান ও সদকা বিতরণ। কুমিল্লার রাজেশপুরসহ আশপাশ এলাকার মানুষের মাঝে প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল একজন গরীবের বন্ধু, অসহায় মানুষের প্রিয়জন হিসেবে পরিচিতি পেয়েছেন। ইতোমধ্যে অসহায় মানুষের সেবক হিসেবে ওই জনপদের মানুষের মনেরমনি কোঠায় স্থান করে নিয়েছেন বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মাল। এলাকার সর্বস্থরের মানুষ প্রবাসী বাচ্চু মজুমদার ওরফে বাচ্চু মালের জন্য দুই হাত তুলে প্রতি নামাজের সময়ই দোয়া করেন। যেন তিনি বেশি বেশি গরীব, অসহায়, মেহনতী মানুষের পাশে দাড়াতে পারেন। এছাড়াও বেশি বেশি আল্লাহ তায়ালার ঘর মসজিদ ও রাসুলের ঘর মাদ্রাসায় দান সদকা করতে পারেন।


