শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রয়াত গোলাম মোস্তফাসহ প্রয়াতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সদ্য প্রয়াত গোলাম মোস্তফা,সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা প্রয়াত শামীম আরা মনি এবং নাছিমা আক্তারসহ বিদ্যালয়ের প্রয়াতদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে স্কুল অডিটরিয়ামে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর আয়োজনে, সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয় ও সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের দাতা সদস্য মোহাম্মদ সোনা মিয়ার সভাপতিত্বে ও সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের দাতা সদস্য আলহাজ্ব আবু তাহের, সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সদস্য আলহাজ্ব কামাল উদ্দিন মোল্লা,

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল মিয়া, সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীম আহসান, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম মিয়াজী ও সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন, শফিকুল ইসলাম, হেমায়েত উদ্দিন, সানারপাড় শেখ মোরতোজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদের উপদেষ্টা, হাবিবুর রহমান আপন, জাহিদুল ইসলাম জাহিদ,

জহিরুল ইসলাম রিপন, রবিউল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি সুমন মুন্না, আব্দুল আল মামুন, মহসিন হাসান, সাংগঠনিক সম্পাদক সফর আলী, আরজু আহমেদ, রেজাউল করিম, নজরুল ইসলাম,খন্দকার ফয়সাল আহমেদ মিটুল, ফরহাদ উদ্দিন সুজন, আহসান খলিল, ডাঃ মাহবুবুর রহমান পলাশ, পল্টন, বুলবুল, ছাত্রকল্যাণ সম্পাদক, অদিলুর রহমান বাপ্পি, ফাহাদ আল-আমীন, রিদওয়ানুর কবির নাহিদ, সহ প্রচার সম্পাদক জিসান, আনহা, নাহিদ আহমেদ, নাজমুন নাহার তিশা, আরমান ফাহিম সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন, শিক্ষকরা সর্বদাই সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। তারা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক,শিক্ষিকারা আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করেন এবং আমাদেরকে ভবিষ্যতে সফল হতে অনুপ্রাণিত করেন। তেমনি একজন শিক্ষক ছিলেন গোলাম মোস্তফা স্যার যিনি ছাত্র,ছাত্রীদের হৃদয়ে মিশে যেতেন তার শিক্ষকতার গুণাবলী দিয়ে।

শিক্ষার্থীদের মনের কথা বুঝতেন তিনি। তার দেখানো দিকনির্দেশনায় বহুশিক্ষার্থী ফিরে পেয়েছে জীবনের গতিপথ। সেই প্রিয় স্যারকে হারিয়ে সকলেই আজ বাকরুদ্ধ। স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন শিক্ষার্থীরা।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, গোলাম মোস্তফা স্যার, শামীম আরা মনি ও নাসিমা আক্তার ম্যামের সত্যতা, ন্যায় পরায়ণতা, করুণা, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ আজ আমাদের প্রাণে দোলা দেয়। জীবনের প্রতিটি ক্ষণে তা নিয়েই এগিয়ে চলছি। তাদের জন্য প্রাণভরে দোয়া করি যেন মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতের সর্বোচ্চস্থানে জায়গা দেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়।

 

Related posts

বন্দরে অবাধ, নিরপেক্ষ ভোটে বাধা সংসদ সদস্য একেএম সেলিম ওসমান

Bablu Hasan

নারায়ণগঞ্জের ডেইরী আইকন নজরুল ইসলাম

Bablu Hasan

নারায়ণগঞ্জে ছাত্রদলের সকল কমিটি বিলুপ্ত

Bablu Hasan