শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ভূমিদস্যু দখলদার সুরুজ মিয়ার লাগান টামনে কে? প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগীরা

Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মনদপুরে সুরুজ মিয়া গ্রুপের মালিক সুরুজ মিয়ার দখলদারি ও ভুমিদস্যুতায় বহু ভুক্তভোগী পরিবার জমি হারিয়ে পদে বসেছেন। নিজেদের শেষ সম্বলটুকু ফিরে পেতে প্রশাসনের উচ্চ মহলের কর্তাবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রভাবশালী হওয়ায় সুরুজ মিয়া গ্রুপের মালিক সুরুজ মিয়ার কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা। সৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ষোল বছরে একের পর জমি দখল বাণিজ্য ও সাধারণ মানুষের শেষ সম্ভল লুটেপুলে খেয়ে বহু সম্পদের মালিক হয়েছেন সুরুজ মিয়া গ্রুপের মালিক সুরুজ মিয়া। গত পাঁচ আগষ্ট ছাত্র জনতার রোষানলে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে তার ছত্রছায়ায় যারা সমাজে আধিপত্য বিস্তার করেছেন তারাও পালিয়েছেন। তবে আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে সুরুজ মিয়া গ্রুপের মালিক সুরুজ মিয়ার নাম থাকলে অধরা রয়ে গেছে এ্ই ভুমিদস্যু।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারণলীপী নিয়ে হাজির হয়েছেন কয়েকজন ভুক্তভোগী। ওই স্মারকলীপীতে উল্লেখ রয়েছে কুশব ও কেউঢালা মৌজায় ২,৩,৪ ও ৫ কাঠা করে প্রায় নয় থেকে দশ বিঘা জমি ক্রয় করে ভোগ দখল করে ্আসেিছলেন ভুক্তভোগীরা। ২০১২ সালে ওই জমির উত্তর ও দক্ষিন পাশের্^ ভেকু দিয়ে বাধ নির্মাণ করে জমিগুলো তার বলে সকলকে ঘোষনা দেয়। সেই সময় ওই এলাকার মেম্বার চেয়ারম্যান এমনকি সংসদ সদস্যও তার লোক বলে সে অসহায় মানুষকে জিম্মি করে জমির মালিক বনে যান। জমিটি ফিরে ভুক্তভোগীরা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে সুরুজ মিয়া গ্রুপের মালিক সুরুজ মিয়া কোনভাবেই জমি ফিরিয়ে দেয় নি তাদের। ওই জমিতে গেলে ভুক্তভোগীদের প্রাণ নাশেরও হুমকি দেয় সুরুজ মিয়া।

জমির মালিকদের মধ্যে একজন ক্যাপ্টেন (অবঃ) মাসুদ আহম্মেদ এই প্রতিবেদককে জানন, আমরা জমিটি ফিরে পেতে ২০১২ সাল থেকে বিভিন্ন দফতরে সুরুজ মিয়া গ্রুপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসলেও কেউ আমলে নেয় নি। আমাদের ক্রয়কৃত জমি সুরুজ মিয়া গ্রুপের মালিক সুরুজ মিয়া জবর দখল করে রেখেছে আমরা আমাদের জমি ফিরত চাই। দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আমরা সঠিক ও ন্যায় বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, অপরাধী যেই হউক না কেন আইনের কাছে সবাই সমান। কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে ব্যবস্থা করা হবে।

 

 

Related posts

আওয়ামী লীগ তিন নেতা তিন দেশে

Bablu Hasan

চা দিয়ে ইরানের ঋণ শোধ করবে শ্রীলঙ্কা

Bablu Hasan

‘মবে’ জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bablu Hasan