শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

রূপগঞ্জে ফর্মা মোহসীনের অত্যাচারে মানুষ অতিষ্ঠ

Print Friendly, PDF & Email

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার ফর্মা মোহসীনের অত্যাচারে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। তার আরো দুই সহযোগি রয়েছে আরিয়ান ও তপন। তারা নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশকে সাথে নিয়ে বাড়িঘরে তল্লাশীর নামে হয়রানী ও ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। গত (১৭ জুলাই) সোমবার ও রবিবার রাতে জেলা ডিবি পুলিশের পরিচয় দিয়ে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার বেশ কয়েকজনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশ ঘরে প্রবেশের আগেই ফর্মা মোহসীন, আরিয়ান ও তপন ঘরে ঢুকে। তখন বিছানার নিচে, খাটের কোনায়, ঘরের গোপন স্থানে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা রেখে দেয়। পরে ডিবি পুলিশ সদস্যদের ঘরে নিয়ে ওইসব মাদকদ্রব্য উদ্ধার দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।

গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, রবিবার রাতে ফর্মা মোহসীন বাড়িতে এসে জানায় ২০ হাজার টাকা দিতে হবে। অন্যথায় মাদক মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হবে। এতে রাজি না হওয়ায় ফর্মা মোহসীন, আরিয়ান ও তপন ঘরে ঢুকে খাটের নিচে কয়েকটি ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে সাথে সাথে ঘরের বাইরে থাকা ডিবি পুলিশকে ঘরে প্রবেশ করায়। তখন ইয়াবা বিক্রি করার ভয় দেখিয়ে রাত ৮ টা থেকে ১১টা পর্যন্ত হয়রানিসহ জোরপূর্বক নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছোট শিশুদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকাও তারা লুটে নেয়। এ ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে মাদক মামলায় ফেঁসে দেয়ার হুমকি দেন। তবে ডিবি পুলিশ সদস্যরা তাদের নাম পরিচয় দেয়নি বলেও তিনি জানান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ধরণের কোনো অভিযোগ পাইনি। তবে আইন প্রয়োগকারী সংস্থার কোন লোকজন নাম-পরিচয় দিয়ে অনীহা প্রকাশ করলে পুলিশকে জানানো আহ্বান জানান। সেই সাথে বরপা এলাকার ফর্মা মোহসীন, আরিয়ান ও তপনের বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান।

Related posts

“”””মানুষ””””

Bablu Hasan

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ

Bablu Hasan

অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ প্রত্যাহার দাবিতে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ সভা

Bablu Hasan