শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

ভোটের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নজরুল ইসলাম

Print Friendly, PDF & Email

সিএনবি নিউজ:  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে পরাজিত করে দাঁত ভাঙ্গা জবার দেওয়ার আহবান জানান উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম।

নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী বাবু ওমরকে নির্বাচিত করার আহবান জানান তিনি। শনিবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের কাফইয়াকান্দা গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নজরুল ইসলাম বলেন, একজন স্বচ্ছ পরিচ্ছন্œ চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাবুল ওমর বাবুর বিকল্প নেই। তিনি গরীব, দু:খী মেহনতি মানুষের বন্ধু।

তাকে নির্বাচিত করলে এলাকার ব্যাপক উন্নয়ণ হবে। যেখানে থাকবেনা কোন অন্যায়, অবিচার সন্ত্রাস ও চাঁদাবাজ। তিনি আরো বলেন, বাবুল ওমর বাবুর পিতা ওমর আলী মিস্ত্রি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বাবুল ওমর বাবুর বড় ভাই কাঁচপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা পরিষদে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু বলেন, আমি নির্বাচিত হতে পারলে সোনারগাঁকে একটি স্মার্ট নগরী হিসেবে রুপান্তর করবো। ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান পদে পাশ করেও তেমন কোন উন্নয়ণ করতে পারি নি।

কারণ ভাইস চেয়ারম্যানদের তেমন কোন বরাদ্ধ থাকে না। তাই এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে সোনারগাঁয়ের বেকারত্ব, মাদক, সন্ত্রাসসহ সোনারগাঁয়ের উন্নয়ণে নিজেকে বিলিয়ে দিবো। সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের পরামর্শে ও সার্বিক সহযোগীতায় সোনারগাঁয়ে এককি আধুনিক সোনারগাঁ হিসেবে গড়ে তুলব।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কামাল মাস্টার, নুরুল হক টিক্কা মেম্বার, ইব্রাহিম মেম্বার, মোস্তফা মাস্টার, গোলজার হোসেন, মনির হোসেন, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, রুহুল আমিন মুন্সীসহ আরো অনেকে।

 

Related posts

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Bablu Hasan

‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই’: মনির হোসেন

Bablu Hasan

হারলেও আর্জেন্টিনা এখনও ফেভারিট: রোনালদোদের কোচ

Bablu Hasan