শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

হত্যা মামলার আসামি জামিনে এসেই এলাকায় শোডাউন, আতঙ্কিত বাদি ও এলাকাবাসী

Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: আড়াইহাজার উপজেলার অন্তর্গত পূর্বকান্দি গ্রামে ২০১৪ সালে প্রকাশ্যে দিবালোকে গুলিতে নিহত রব মিয়া (২৮) হত্যার আসামি শাহাজালাল (২৯) ৯ বছর পলাতক ছিল পরে ১৮ জুন রবিবার ২০২৩ গ্রেফতার করা হয়।

শাহাজালাল ১নং ওয়ার্ড কদমিরচর গ্রামের শহিদ মিয়ার ছেলে। সে কালাপাহাড়িয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আম্বর আলী প্রধানের ভাতিজা, যুবলীগ নেতা রব মিয়া (২৮) হত্যা মামলার মামলা নং ৫/১২/২০১৪ এর ওয়ারেন্টভুক্ত আসামি ছিল।
গত ১৬-০৫-২০২৪ ইং তারিখে শাহজালাল হাইকোর্ট থেকে জামিন নিয়ে কালাপাহাড়িয়া কদমিরচর গ্রামে গিয়ে শুক্রবার ১৭ মে ২০২৪ ইং মামলার বাদী ও স্বাক্ষীগণকে হুমকি দিচ্ছে বলে জানান কালাপাহাড়িয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আম্বর আলী প্রধান!

 

আম্বর আলী প্রধান বলেন আসামী শাহজালাল দীর্ঘ নয় বছর পলাতক ছিল, যে কারণে মামলার বাদী ও স্বাক্ষীরা ভয়ে স্বাক্ষী দিতে পারে নাই। আসামীর বিরুদ্ধে W/A ইস্যু থাকায় পরবর্তীতে আড়াইহাজার থানার পুলিশ আসামী শাহজালাল কে গ্রেফতার করে ১৯-০৬-২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। পরে এই মামলাী স্বাক্ষীরা একেক করে তিনটি স্বাক্ষী দেয়।

এখন আসামী শাহজালাল এর বাবা শহিদ ও ভাগিনা শাহিন এবং আলমগীর নিহত রব মিয়ার বাবা জব্বর কে ১৫-০৫-২০২৪ ইং তারিখ সন্ধা ৭ ঘটিকার সময় পথ রোধ করে হুমকি দিয়েছে বলে জানান!
শহিদ বলেন যদি আদালতে গিয়ে স্বাক্ষী দেছ তাহলে আমার পোলা কিছু দিনের মধ্যে বের হয়ে আসবে,
তোর পোলা রব মিয়া কে যেভাবে মেরেছে আবার আমার পোলা শাহজালাল এসে তোর পোলা ফারুক কেও মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে বলে জানান! সাহাজাল এর বাবা শহিদ মিয়া বলেন
কারণ একজন মারলে যে ফাসি একাধিক মারলে একই ফাসি বলে হুমকি প্রদর্শন করে।

 

১৭ তারিখে শা শ্রেণীরহাজালাল জামিনে এসেই শোডাউন’, মামলার বাদী ও স্বাক্ষীগণ আতঙ্কে.. এবং বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এমন অবস্থায় নিহত রব মিয়ার পরিবার,মামলার বাদী ও স্বাক্ষীরা আতঙ্কে অবস্থান করছে।

 

মামলাটি এখন বিচারাধীন আছে মামলার সেশন ৬১০/১৭ নম্বর ধারা ১৪৩/৩২৬/৩০২/৩৮০/৭৪২/৩৪ পেনাল কোডের সাক্ষীর জন্য আছে। বিজ্ঞ অতিরিক্ত দায়ারা জজ ৪র্থ আদালত নারায়ণগঞ্জ

Related posts

সংঘর্ষের ঘটনায় চার’শ জনের নামে মামলা

Bablu Hasan

নিজেরা কাদা–ছোড়াছুড়ি করলে দেশ ও জাতি বিপন্ন হবে: সেনাপ্রধান

Bablu Hasan

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে

Bablu Hasan