শুক্রবার ,   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,  ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
Cnbnews

রাজশাহী ও রংপুর বিভাগে চলছে নেসকোর পিচরেট কর্মচারীদের কর্মবিরতি

Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধিঃ গত ১৫ জানুয়ারি থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারীরা (মিটার রিডার) কর্মবিরতি পালন করছে। তাদের দাবি নেসকোর এমডি মহোদয় পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন না করে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

আজ বুধবার সকাল ১১ ঘটিকায় নওগাঁর কাঁঠালতলী নেসকোর আন্ঞ্চলিক কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি সভার আয়োজন করে। যেখানে বিভিন্ন জেলার প্রতিনিধি ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

কর্মবিরতি সভার সভাপতিত্ব করেন নওগাঁর কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। নেতৃবৃন্দগন তাদের বক্তব্যে বলেন সরকার যেখানে ঘরে ঘরে চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছে,সেখানে কর্মচারীদের কেন চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার হচ্ছে।

তারা তাদের চাকুরী স্থায়ী করনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবে।সভায় কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল হোসেন সহ সান্তাহার, জয়পুরহাট, দুপচাঁচিয়ার, শেরপুর, গাইবান্ধা,পাবনা ও নওগাঁর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

স্বাধীনতা দিবস উপলক্ষে ডেমরায় আলোচনা সভা ও তবারক বিতরন

admin

ঐতিহ্যবাহী মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী র উদ্যোগ

admin

ঈদের পূর্বেই সাংবাদিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে: ওমর ফারুক

Bablu Hasan