সোমবার ,   ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ,   ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Cnbnews

গ্যাসের সংকটে অতিষ্ঠ পাড়া মহল্লার বাসিন্দারা

Print Friendly, PDF & Email

তানিয়া তাহা, সিএনবি নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা গত প্রায় দুই তিন মাস ধরে তীব্র গ্যাস সংকটে পড়েছেন। এ অবস্থায় রান্নার জন্য তাদের বিকল্প উপয়ে যেতে বাধ্য হতে হচ্ছে। কিংবা বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে।

নারায়নগঞ্জের নিমাইকাশারী, নূরবাগ, রহমতবাগ, মাদানীনগর, বাঘমারা, সানারপাড়, মহাকাশরোড, মদীনাট্যাংকি, চৌধুরীপাড়া, আদর্শনগর, রসুলবাগসহ বিভিন্ন এলাকায় অক্টোবরের শেষ থেকে এখন পর্যন্ত এ সমস্যা অব্যাহত রয়েছে। প্রতিবছর শীত মৌসুমে গ্যাস সংকটে পড়তে হয় এলাকাবাসীকে। গ্যাস না থাকার জন্য নানাসমস্যায় পড়তে হয় তাদের।

জানাযায়, ভোর চারটা পাঁচটার পর থেকে গ্যাস চলে যায়। সারাদিন গ্যাস থাকেনা। রাত দশটা কিংবা এগারটার সময় গ্যাস আসে।

নূরবাগ এলাকার এক গৃহবধূ পপি আক্তার সিএনবি নিউজকে বলেন, গ্যাস না থাকায় সকালে আমার দুই বছর বয়সী বাচ্চার জন্য খাবার বানাতে পারি না।ভোর থেকেই গ্যাস থাকে না।রাত দশটা-এগারোটার দিকে আসে।ফলে বাচ্চাকেও বাহিরের খাবার খাওয়তে হচ্ছে।

আমার স্বামি গত দুই-আড়াই মাস ধরে প্রতি দিন হোটেল থেকে সকালের নাস্তা কিনে আনতে হচ্ছে বলেন তিনি।
বাঘমারা এলাকার বাসিন্দা ফাতেমা বিনতে বলেন, গ্যাস সংকটের কারণে বিকল্পকে হিসেবে তিনি ইল্যাক্টট্রিক চুরা ব্যবহার করেছে। প্রতিবেশীরা অনেকেই লারকী চুলা ব্যবহার করছেন।আবার অনেক বাহির থেকে খাবার কিনে খাচ্ছেন।
আলী আকবর নামে এক লোক বলেন আমাদের বাড়িতে প্রায় দুই ধওে বাহিরের খাবার খেতে মরনব্যাধী রোগে আক্রান্ত হতে হবে পারবারের সবাইকে।

ডবভিন্ন এলাকার বাসিন্দারা জানান, শুধু চলতি বছরই এমন নয়। বরং গত এক দশেকের বেশি সময় ধরে প্রতি বছর নভেম্বও থেকে ফেব্রুয়ারি’র চার মাস তারা একই সমস্যার সম্মুখিন হচ্ছেন।

নিমাইকাশারী এলাকার বাসিন্দা সাবিকুন নাহার সিএনবি নিউজকে বলেন, প্রতিবছর শীত মৌসুমে আমাদের গ্যাস সংকটে পড়তে হয়। অক্টোবরের মাঝামাঝি থেকে এখনো এ সংকট চলছে। কেন প্রতি বছর শীত মৌসুমে একই সময়ে এ সমস্যা হয় জানি না বলেন তিনি।

নগরবাসীর অভিযোগ, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চুলায় গ্যাস সরবরাহ থাকছে না। এতে রান্নাসহ বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে।

আগাম বর্তা ছাড়াই বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বিঘœ হওয়ায় রান্নাবান্নাসহ ঘর গৃহস্থালির কাজ নিয়ে বিপাকে পড়ছেন এই সব এলাকার মানুষ।

এ বিষয়ে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানীর নারায়নগঞ্জ উপ-পরিচালকের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, শীত আসলে এ ধরনের সমস্যা হয়। তাছাড়া উৎপাদনের চেয়ে চাহিদা বেশী হওয়ায় গ্যাস তীব্র সংকট চলছে। আমরা চেষ্টা করছি সংকট নিরসনের।

Related posts

তীব্র শীতে কাঁপছে দেশ

Bablu Hasan

নারায়ণগঞ্জের নতুন ডিসি তৌফিকুর রহমান

Bablu Hasan

মামলা করে নিরাপত্তাহীনতায় বাদি

Bablu Hasan